ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘৮ কেজি ওজনের পোশাক পরে নেচেছি’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫২৭ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৮
‘৮ কেজি ওজনের পোশাক পরে নেচেছি’ নুসরাত ফারিয়া

চিত্রনায়িকা নুসরাত ফারিয়া প্রথমবার কোনো গানে কণ্ঠ দিয়েছেন। ‘পটাকা’ শিরোনামের গানটি নিয়ে তৈরি হয়েছে মিউজিক ভিডিও। আর এই ভিডিওর প্রয়োজনে আট কেজি ওজনের প্যান্ট পরে নাচতে হয়েছে ‘আশিকি’ খ্যাত এই নায়িকাকে।

‘পটাকা’ নিয়ে রোববার (১৫ এপ্রিল) নুসরাত ফারিয়া বাংলানিউজকে বলেন, ‘এতোদিন অন্যের গানে নেচেছি। এবার নিজের গাওয়া গানে নিজেই নাচলাম।

দারুণ একটি অভিজ্ঞতা। গানের আয়োজনটি বেশ বড় ছিলো। তাই এটি নিয়ে আমি বেশ আশাবাদী’।

‘গানটির সঙ্গে নাচতে আমাকে অনেক ভারী পোশাক পরতে হয়েছিলো। কাচ-খচিত আট কেজি ওজনের প্যান্ট পরে গানটির সঙ্গে নেচেছি। এতো ভারী পোশাক পরে নাচতে বেশ কষ্ট হয়েছিলো। তবে দর্শকদের নান্দনিক একটি কাজ উপহার দিতে তা সহ্য করেছি। ’

গত বছরের নভেম্বরে ‘পটাকা’ গানে কণ্ঠ দেন ফারিয়া। এটির কথা লিখেছেন রাকিব রাহুল। সুর ও সংগীতায়োজন করেছেন প্রীতম হাসান। গানটির ভিডিও কোরিওগ্রাফি ও পরিচালনা করেছেন ভারতের পরিচালক বাবা যাদব।  

আগামী ২৬ এপ্রিল ‘পটাকা’ সিএমভি ও এসভিএফ-এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।

বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, এপ্রিল ১৫, ২০১৮
জেআইএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।