ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

পল্লীকবিকে স্মরণ করে গান (ভিডিও)

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪০ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১৮
পল্লীকবিকে স্মরণ করে গান (ভিডিও) 'আমায় ভাসাইলি রে' মিউজিক ভিডিওর একটি দৃশ্য

‘আমায় ভাসাইলি রে/আমায় ডুবাইলিরে...’ গানটি কে না শুনেছেন। ব্যাপক জনপ্রিয় এই গানটি নতুন সুর ও সঙ্গীতে গেয়েছেন তরুণ কণ্ঠশিল্পী ফারহাদুল ইসলাম ব‌নি ও মনিরুল ইসলাম। দু’জন প্রথম একসঙ্গে গান করলেন।

গানটি বাংলা সাহিত্যের পল্লীকবিখ্যাত জসীম উদ্দীনের স্মরণে গেয়েছেন তারা। সম্প্রতি গানটির মিউজিক ভিডিও ইউটিউবে প্রকাশ পেয়েছে।

বিখ্যাত এই গানের সঙ্গে তাদের গায়কী প্রশংসা পাচ্ছে।

এ প্রসঙ্গে বনি বলেন,  গানটি ভাওয়াইয়া গানের সম্রাট আব্বাস উদ্দিনের গাওয়ার পর থেকেই বাঙালির কাছে অনেক জনপ্রিয়। মনে গেঁথে যাওয়া পল্লীকবির চরণগুলো নতুন করে দর্শক-শ্রোতার কাছে আনার চেষ্টা করেছি মাত্র।

বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, এপ্রিল ১০, ২০১৮
জেআইএম/আরআর

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।