ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড পাচ্ছেন অদিতি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫০ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৮
দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড পাচ্ছেন অদিতি অদিতি রাও হায়দারি

ভারতীয় চলচ্চিত্রের অন্যতম সম্মাননা দাদাসাহেব ফালকে অ্যাওয়ার্ড পেতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী অদিতি রাও হায়দারি। ‘ভূমি’ ছবিতে দারুণ অভিনয়ের সুবাদে এই সম্মাননা দেওয়া হচ্ছে তাকে।

আগামী ২১ এপ্রিল মুম্বাইয়ের এসটি এন্ড্রিউস অডিটোরিয়ামে তার হাতে তুলে দেওয়া হবে এই সম্মাননা। যেখানে আরও উপস্থিত থাকবেন পরিচালক, প্রযোজক ও ফিল্ম ইন্ডাস্ট্রির আরও অনেকে।

 

২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত ‘ভূমি’তে বলিউডের জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্তের মেয়ের চরিত্রে অভিনয় করেছিলেন অদিতি। জেল থেকে ছাড়া পাওয়ার পর এই ছবিতে অভিনয়ের মধ্য দিয়েই বলিউডে প্রত্যাবর্তন করেছিলেন মুন্নাভাই এমবিবিএস'খ্যাত এই তারকা।

এদিকে, ছবিটি বক্স অফিসে ভালো ব্যবসা না করতে পারলেও দর্শকদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছিলো এটি।

বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৮
বিএসকে/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।