ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

জুলাইয়ে মুক্তি পাবে ‘জান্নাত’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১০ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৮
জুলাইয়ে মুক্তি পাবে ‘জান্নাত’ 'জান্নাত' ছবির একটি দৃশ্যে মাহিয়া মাহি ও সাইমন সাদিক

গত ২৩ মার্চ সেন্সর বোর্ডের ছাড়পত্র পায় মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘জান্নাত’। আগামী ২৭ জুলাই ছবিটির মুক্তি তারিখ নির্ধারণ করা হয়েছে। ছবিটির মুক্তির বিষয়টি নির্মাতা নিজেই নিশ্চিত করেছেন।

‘জান্নাত’র মুক্তি নিয়ে মঙ্গলবার (১৭ এপ্রিল) মোস্তাফিজুর রহমান মানিক বাংলানিউজকে বলেন, ইচ্ছে ছিলো ঈদের আগে ‘জান্নাত’ মুক্তি দেওয়ার। তবে সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ছবিগুলো ভালো ব্যবসা করছে না।

তাই সিদ্ধান্ত নিয়েছি ২৭ জুলাই ছবিটি মুক্তি দেবো। প্রযোজক সমিতি থেকে তারিখও নিয়ে রেখেছি।

ছবিটিতে জুটি বেঁধে আবারও পর্দায় আসছেন সাইমন সাদিক ও মাহিয়া মাহি। ২০১৩ সালে এ জুটির প্রথম ছবি ‘পোড়ামন’ মুক্তি পায়। ছবিটি তখন সুপারহিট হয়। তবে এরপর ৫ বছর তাদের একসঙ্গে পর্দায় দেখা যায়নি। তাই দীর্ঘদিন পর সাইমন-মাহি জুটির আসাতে দর্শকের আকর্ষণও অনেক বেশি।

এসএস মাল্টিমিডিয়া প্রযোজিত ‘জান্নাত’-এ আরও অভিনয় করেছেন আলীরাজ, মিশা সওদাগর, মারুফ প্রমুখ। সিনেমাটির কাহিনী লিখেছেন সুদীপ্ত সাইদ খান ও চিত্রনাট্য করেছেন আসাদ জামান।

সিনেমাটিতে মাজারের খাদেমের মেয়ের ভূমিকায় থাকছেন মাহি। পোশাকে পরিবর্তন এনেছেন তিনি। তার বাবা (আলীরাজ) খাদেমের নতুন মুরিদ তরুণ সাইমন। মুখভর্তি দাঁড়ি নিয়ে হাজির হবেন তিনি।

‘জান্নাত’ ছাড়াও একই পরিচালকের ‘আনন্দ অশ্রু’ নামে নতুন আরেকটি ছবিতে অভিনয় করছেন সাইমন-মাহি জুটি। মাসখানেক আগে শুরু হওয়া ছবিটির এরইমধ্যে চল্লিশ ভাগ শুটিং শেষে হয়েছে। মে মাসে মানিকগঞ্জে ফের সিনেমাটির শুটিং শুরু হবে।

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা,  এপ্রিল ১৭, ২০১৮
জেআইএম/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।