ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ফের ভাইরাল প্রিয়া প্রকাশ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১১ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১৮
ফের ভাইরাল প্রিয়া প্রকাশ প্রিয়া প্রকাশ

ফেব্রুয়ারিতে চোখের কারসাজিতে ইন্টারনেটে ‘ভাইরাল’ হয়েছেন মালয়ালাম তরুণী প্রিয়া প্রকাশ। নিজের প্রথম ছবি ‘অরু আদার লাভ’-এর গানের ভিডিও দিয়ে রাতারাতি খ্যাতি পেয়ে গেছেন তিনি।

সম্প্রতি নতুন একটি বিজ্ঞাপনের মডেল হয়েছেন ১৮ বছর বয়সী এই তরুণী। ভিডিওটিতেও চোখের পলক ফেলে আবার সবার নজর কেড়েছেন তিনি।

শুধু তাই নয়, এই বিজ্ঞাপনের ভিডিওটিও অনলাইনে এখন ভাইরাল।

একটি খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানের বিজ্ঞাপনটি চলতি সপ্তাহে প্রচারে আসে। এটি ইউটিউবে প্রকাশের পর পরই তা ট্রেন্ডিংয়ে চলে আসে। অন্য সোশ্যাল মিডিয়াতেও তা সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়ে। ১১ এপ্রিল প্রকাশিত ভিডিওটি এরইমধ্যে ইউটিউবে প্রায় ৫০ লাখ বার দেখা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা,  এপ্রিল ১৭, ২০১৮
জেআইএম/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।