ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সানিয়া-রাধিকার স্বামী সুনীল!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৪ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৮
সানিয়া-রাধিকার স্বামী সুনীল! সানিয়া-রাধিকার স্বামী সুনীল

এ মাসের শুরুতেই জানা গিয়েছিলো বিশাল ভরদ্বাজের পরবর্তী ছবি `চুড়িয়া'তে অভিনয় করবেন বলিউডের নবাগত অভিনেত্রী সানিয়া মালহোত্রা ও টেলিভিশন তারকা রাধিকা মদন। 

সম্প্রতি ঘোষণা করা হলো ছবির নায়কের নাম। যা শুনে রীতিমতো চমকে গেছেন সকলে।

`চুড়িয়া'তে প্রধান নায়ক চরিত্রে অভিনয় করবেন ভারতের জনপ্রিয় কমেডিয়ান সুনীল গ্রোভার।

ছবিতে সানিয়া ও রাধিকার স্বামীর ভূমিকায় অভিনয় করবেন সুনীল গ্রোভার। এর আগে বলিউডের বহু ছবিতেই অভিনয় করেছেন সুনীল। এর মধ্যে উল্লেখযোগ্য ‌`বাঘি', `গাব্বার ইজ ব্যাক', `হিরোপান্তি', `গাজনী, `মুম্বাই কাটিং', `ফ্যামিলি। এবারই প্রথম কোনো ছবিতে প্রধান নায়ক চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাকে।  

সুনীলের পাশাপাশি আরও দেখা যাবে অভিনেতা বিজয় রাজকে। এর আগে বিশালের পরিচালিত ‌`ডেড ইশকিয়া' ছবিতে কাজ করেছেন তিনি। সবশেষ সাইফ আলি খান অভিনীত ‌`কালাকান্দি'তে দেখা গেছে বিজয়কে।  

বিশাল ভরদ্বাজ বলেন, ছবিতে বিজয় ও সুনীলকে পেয়ে আমি খুব আনন্দিত। ছবির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে পাওয়া যাবে সুনীলকে।  

বাংলাদেশ সময়: ১৩২১ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।