ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

মেকাপ আর্টিস্টকে গাড়ি উপহার দিলেন জ্যাকলিন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৩ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৮
মেকাপ আর্টিস্টকে গাড়ি উপহার দিলেন জ্যাকলিন মেকাপ আর্টিস্টকে গাড়ি উপহার দিলেন জ্যাকলিন

নিজের মেকাপ আর্টিস্ট শান মুত্তাহিলকে একটি গাড়ি উপহার দিয়েছেন বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ। শানের ৩৪তম জন্মদিন উপলক্ষ্যে তাকে গাড়িটি উপহার দিয়েছেন রেস'খ্যাত এই তারকা।

খুব বেশিদিন নয় মাত্র কয়েক বছর ধরে জ্যাকলিনের সঙ্গে কাজ করছেন শান। এরই মধ্যে বলিউডের এই অভিনেত্রীর মন জয় করে নিয়েছেন তিনি।

তাইতো জন্মদিনে এতো দামী একটি গাড়ি উপহার দিলেন তিনি।  

এদিকে, শানের সঙ্গে প্রায় সময় মজাদার সব ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে শেয়ার করে থাকেন জ্যাকলিন।

রেস থি' ছবির কাজ করছেন জ্যাকলিন। এতে তার সহশিল্পী হিসেবে রয়েছেন সালমান খান, অনিল কাপুর, ববি দেওল ও ডেইজি শাহ প্রমুখ। আগামী ১৫ জুন মুক্তি পাবে ছবিটি।

বাংলাদেশ সময়: ১৪১০ ঘণ্টা, এপ্রিল ১৮, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।