ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বানসালির ‘প্রিন্স’-এ ঋত্বিক রোশন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩২ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৮
বানসালির ‘প্রিন্স’-এ ঋত্বিক রোশন সঞ্জয়লীলা বানসালি ও ঋত্বিক রোশন

সঞ্জয়লীলা বানসালি পরিচালিত ‘গুজারিশ’ ছবির মধ্য দিয়ে দারুণ প্রশংসা পেয়েছিলেন ঋত্বিক রোশন। দীর্ঘদিন পর একই নির্মাতার নতুন ছবিতে অভিনয় করতে যাচ্ছেন ‘কাবিল’খ্যাত এই অভিনেতা।

ছবিটির নাম ‘প্রিন্স’। এরইমধ্যে বানসালি ও ঋত্বিক ছবিটি নিয়ে আলোচনাও সেরেছেন।

ভারতীয় গণমাধ্যমে এমন প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।

সূত্র জানায়, সম্প্রতি ছবিটির নিয়ে সঞ্জয়লীলা বানসালি ঋত্বিকের সঙ্গে দুই ঘণ্টার মিটিং করেছেন। তারা দুজন ছবির গল্প ও অন্যান্য বিষয়ে নিয়ে আলাপ করেছেন। ঋত্বিক ছবিটির প্রতি খুব আগ্রহী।

‘কৃষ’খ্যাত এই নায়ক বর্তমানে ‘সুপার ৩০’ ছবির শুটিংয়ে ব্যস্ত সময় পার করছেন। এরপর তিনি টাইগার শ্রফের সঙ্গে যশ রাজ ফিল্মসের ব্যানারে একটি ছবির কাজ শুরু করবেন। তার ব্যস্ত হবেন ‘কৃষ ফোর’ ছবি নিয়ে।  

ধারণা করা হচ্ছে, এই ছবিগুলো শেষ হওয়ার পর ঋত্বিক সঞ্জয়লীলা বানসালির ‘প্রিন্স’র শুটিং শুরু করবেন।

বছর শুরুতে মুক্তিপ্রাপ্ত সঞ্জয়লীলা বানসালির ‘পদ্মাবত’ ব্লকবাস্টার ব্যবসা করেছে। ছবিটি অনেকগুলো রেকর্ড ভাঙে। তাই এই নির্মাতার পরবর্তী ছবির জন্য দর্শক মুখিয়ে আছে।

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০১৮
জেআইএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।