ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সঞ্চালনায় ইমরান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৪ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৮
সঞ্চালনায় ইমরান ইমরান মাহমুদুল

গান গেয়ে অসংখ্য শ্রোতা-ভক্তের মন জয় করেছেন সংগীতশিল্পী ইমরান মাহমুদুল। এবার তাকে পাওয়া যাবে এক ভিন্ন অবতারে। এই প্রথম কোনো অনুষ্ঠান সঞ্চালনা করতে যাচ্ছেন ‘দিল দিল দিল’খ্যাত এই গায়ক। অনুষ্ঠানটি প্রচারিত হবে রেডিওতে।

শনিবার (২১ এপ্রিল) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমন তথ্য জানান ‘সেরা কণ্ঠ’ প্রতিযোগিতা থেকে আসা এই শিল্পী। অনুষ্ঠানের নাম “ইমরান’স লাইভ”।

এটি প্রচারিত হবে রেডিও টু ডে এফএম ৮৯.৬-এ।

ফেসবুকে পোস্টে ইমরান লিখেন, আমার সকল ভক্তদের জন্য এটি একটি ভালো খবর যে তারা মে মাস থেকে প্রতি শুক্রবার রাত ১১টায় আমাকে লাইভ শুনতে পাবেন। আমি আড্ডা দেবো আপনাদের সঙ্গে, শুনবো আপনাদের কথা।

ইমরান আরও জানান, এই শোয়ের বিশেষ একটি আকর্ষণ হচ্ছে এতে ইমরান ভক্তরা চাইলে তার সঙ্গে লাইভ শোতে অংশ নিতে পারবেন।

বাংলাদেশ সময়: ১৪১৮ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৮
জেআইএম/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।