ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

নাট্যকর্মীর চিকিৎসার সহায়তায় মঞ্চ নাটক

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৬ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৮
নাট্যকর্মীর চিকিৎসার সহায়তায় মঞ্চ নাটক লোক নাট্যদল

কুষ্টিয়ার স্বনামধন্য নাট্যকর্মী আলী আফরোজ পিনু দীর্ঘদিন ধরে অসুস্থ। অর্থের অভাবে তার ভালো চিকিৎসা হচ্ছে না। তার চিকিৎসার সাহাযার্থে এগিয়ে এসেছে লোক নাট্যদল। দলটির জনপ্রিয় দুইটি প্রযোজনা ‘কঞ্জুস’ ও ‘সোনাই মাধব’র একটি করে শোয়ের দর্শনীর অর্থ দেওয়া হবে তাকে।

এ প্রসঙ্গে নাট্যদলের সম্পাদক মণ্ডলীর সদস্য আজিজুর রহমান সুজন জানান, আমরা সবসময় চেষ্টা করি নাট্যকর্মীদের পাশে দাঁড়াতে। সে জায়গা থেকে আলী আফরোজ পিনুর মতো গুণী নাট্যকর্মীর পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি।

তিনি দীর্ঘদিন প্যারালাইজড। তার পরিবারে হাল ধরার মতো কেউ নাই। তার জন্য এটি আমাদের ছোট্ট একটি প্রয়াস।

শনিবার (২১ এপ্রিল) মহিলা সমিতি মিলনায়তনে ‘কঞ্জুস’ ও রোববার (২২ এপ্রিল) শিল্পকলা একাডেমীর এক্সপেরিমেন্টাল ‘সোনাই মাধব’ প্রদর্শিত হবে।

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, এপ্রিল ২১, ২০১৮
জেআইএম/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।