ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

মৌলিক ফোক গানে কণ্ঠ দিলেন পূজা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৫ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৮
মৌলিক ফোক গানে কণ্ঠ দিলেন পূজা বাঁধন সরকার পূজা

এর আগে স্টেজ ও লাইভ শোতে ফোক গান গাইলেও এবারই প্রথম একটি মৌলিক ফোক গানে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী বাঁধন সরকার পূজা।

রোববার (২২ এপ্রিল) পূজার ‘উদাস মন’ শিরোনামের গানটি রাজধানীর একটি স্টুডিওতে রেকর্ডিং করা হয়।

এ প্রসঙ্গে সোমবার (২৩ এপ্রিল) পূজা বাংলানিউজকে বলেন, ‘আমি সবসময় রোমান্টিক গান করি।

তবে এবার শ্রোতাদের ভিন্ন স্বাদ দেওয়ার জন্য মডার্ন ফোক ঘরানার গানটি করলাম। এর আগে অনেক শোতে ফোক গান করেছি কিন্তু এটি আমার নিজের করা প্রথম ফোক গান। আমি মনে করি গানটি সবার হৃদয় স্পর্শ করবে।

‘উদাস মনে সাজা দিলে/ ভোলা প্রেমের ডাকে/ মনটা ডুইবা মরে কোন দরিয়ারই বুকে’ কথার গানটি লিখেছেন নোমান শিবলু ও মিউজিক করেছেন সজীব চৌধুরী। সুর করেছেন জিয়াউদ্দিন আলম।

খুব শিগগিরই গানটি প্রকাশ পাবে বলে জানান পূজা।

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, এপ্রিল ২৩, ২০১৮
জেআইএম/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।