ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

আবার কন্যা সন্তানের বাবা হলেন ডোয়াইন জনসন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৯ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৮
আবার কন্যা সন্তানের বাবা হলেন ডোয়াইন জনসন তিয়ানা জিয়া জনসনের সঙ্গে ডোয়াইন জনসন

আবার কন্যা সন্তানের বাবা হলেন ‘দ্য রক’খ্যাত তারকা ডোয়াইন জনসন। সোমবার (২৩ এপ্রিল) ইনস্টাগ্রামে একটি স্থিরচিত্র শেয়ার করে নতুন অতিথির আগমনের খবরটি নিশ্চিত করেছেন হলিউডের এই অভিনেতা। নবজাতকের নাম রাখা হয়েছে তিয়ানা জিয়া জনসন।

ডোয়াইনের শেয়ার করা ছবিটিতে দেখা যাচ্ছে, হাসপাতালের বিছানায় মেয়ে তিয়ানাকে বুকে জড়িয়ে বসে রয়েছেন তিনি। এর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘শরীরের সঙ্গে শরীর।

আমাদের মা। গর্বিত এবং আনন্দিত। তিয়ানা পৃথিবীতে এসেছে প্রকৃতির এক শক্তি হয়ে। ’

কন্যা সন্তানের বাবা হওয়ায় ৪৫ বছর বয়সী এই অভিনেতা ও তার বান্ধবী লরেন হাসিয়ানকে শুভকামনা জানিয়ে প্রিয়াঙ্কা চোপড়া ইনস্টাগ্রামে লিখেছেন, ‘অসাধারণ। তোমাকে এবং লরেনকে শুভেচ্ছা। ’  

বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।