ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

মুক্তির আগে কানে ‘পোড়ামন ২’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৮ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৮
মুক্তির আগে কানে ‘পোড়ামন ২’ ‘পোড়ামন ২’ ছবির পোস্টার

বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে জমজমাট ও মর্যাদাপূর্ণ উৎসব কান শুরু হচ্ছে আগামী ৮ মে। এবারের উৎসবে অংশ নিতে যাচ্ছে বাংলাদেশের ছবি ‘পোড়ামন ২’।

ছবিটির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া তাদের অফিসিয়াল ফেসবুক পেজে বিষয়টি নিশ্চিত করে জানায়, কানের ফিল্ম মার্কেটে আগামী ১৩ মে বিকেল সাড়ে ৩টায় ‘পোড়ামন ২’র প্রথম প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এর ইংলিশ নাম রাখা হয়েছে ‘হেল অ্যান্ড হ্যাভেন’।

এর মধ্য দিয়ে ‘পোড়ামন ২’ বাংলাদেশে মুক্তি পাওয়ার আগেই প্রদর্শিত হবে কান চলচ্চিত্র উৎসবের ৭১তম আসরে।

ইংরেজি নামেই কানে ছবিটি প্রদর্শিত হবে। এজন্য ‘হেল অ্যান্ড হ্যাভেন’ নাম দিয়ে তৈরি করা হয়েছে ছবিটির পোস্টার।

‘পোড়ামন ২’তে অভিনয় করেছেন ছোট পর্দার অভিনেতা সিয়াম আহমেদ। এটি তার অভিনীত প্রথম ছবি। এতে তার বিপরীতে রয়েছেন পূজা চেরি।

বাংলাদেশ সময়: ২০৩০ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০১৮
জেআইএম/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।