ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

কানাডা ও আমেরিকায় মুক্তি পাচ্ছে পরীর ‘স্বপ্নজাল’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৭ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৮
কানাডা ও আমেরিকায় মুক্তি পাচ্ছে পরীর ‘স্বপ্নজাল’ পরীমনি ও ইয়াস রোহান

বিদেশে মুক্তি পেতে পাচ্ছে পরীমনি অভিনীতি ‘স্বপ্নজাল’। আগামী ২৭ এপ্রিল কানাডায় সিনেপ্লেক্স এন্টারটেইনমেন্টের পাঁচটি প্রেক্ষাগৃহে ছবিটি প্রদর্শিত হবে। এর মধ্য দিয়ে ছবিটি বিশ্ব বাজারে যাত্রা শুরু করছে।

এরপর আগামী ৪ মে আমেরিকার 'রিগাল'-এ তিনটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে গিয়াস উদ্দিন সেলিমের দ্বিতীয় ছবি।  

বিশ্ব বাজারে ‘স্বপ্নজাল’ পরিবেশনা করছে স্বপ্ন স্কেয়ারক্রো।

প্রতিষ্ঠানটির প্রেসিডেন্ট মোহাম্মদ অলিউল্লাহ সজীব বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, দ্বিতীয় পর্যায়ে আমেরিকায় আরো বেশ কয়েকটি প্রেক্ষাগৃহে ও মধ্যপ্রাচ্যের আরব আমিরাত এবং ওমানে মুক্তি পাবে 'স্বপ্নজাল' ।

পরিচালক গিয়াসউদ্দিন সেলিম বলেন, যারা দেশের বাইরে থাকেন তারা বাংলাদেশকে খুঁজে ফিরেন। যতোবার তারা 'স্বপ্নজাল' দেখবেন, বাংলাদেশকে খুঁজে পাবেন।

‘স্বপ্নজাল’ বাংলাদেশে মুক্তি পায় গত ৬ এপ্রিল। এতে পরীমনির বিপরীতে অভিনয় করেছেন নবাগত অভিনেতা ইয়াশ রোহান। আরও অভিনয় করেছেন ইরেশ যাকের, ফজলুর রহমান বাবু, মিশা সওদাগরসহ অনেকে।

বাংলাদেশ সময়: ২০১৬ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৮
জেআইএম/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।