ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

চিঠি লিখে বাবাকে সারপ্রাইজ দিলো আরাধ্য

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৬ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৮
চিঠি লিখে বাবাকে সারপ্রাইজ দিলো আরাধ্য বাবা অভিষেক বচ্চনের জন্য আরাধ্য বচ্চনের লেখা চিঠি

বচ্চন পরিবারে জন্ম নিয়েই সেলিব্রেটি তকমা নিজের সঙ্গে জুড়ে নিয়েছেন ছোট আরাধ্য বচ্চন। অনেক বলিউড তারকার চাইতেও বেশি জনপ্রিয় অভিষেক-ঐশ্বরিয়া দম্পতির একমাত্র সন্তান। তাইতো আরাধ্য যখনই যা করে রীতিমতো ভাইরাল হয়ে যায় তা।

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে একটি স্থিরচিত্র শেয়ার করেছেন অভিষেক বচ্চন। যেখানে দেখা যাচ্ছে, তার অফিসে রাখা কম্পিউটারের উপর একটি মিষ্টি চিঠি লিখে রেখেছেন আরাধ্য।

চিঠিতে লেখা রয়েছে, ‘আমি তোমাকে ভালোবাসি পাপা। ’

এর ক্যাপশনে অভিষেক লিখেছেন, যখন আপনি দুই মাস পর অফিস ফিরে দেখেন, আপনার মেয়ে এই সুন্দর চিঠি লিখে গিয়েছে।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।