ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

চার বন্ধুর কাণ্ড দেখে কি বললেন প্রিয়াঙ্কা?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫২২ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৮
চার বন্ধুর কাণ্ড দেখে কি বললেন প্রিয়াঙ্কা? প্রিয়াঙ্কা চোপড়া ও ‘ভীরে ডি ওয়েডিং’ ছবির পোস্টার

সম্প্রতি ইউটিউবে প্রকাশিত হয়েছে ‘ভীরে ডি ওয়েডিং’ ছবির ট্রেলার। বুধবার (২৫ এপ্রিল) মুম্বাইয়ে একটি অনুষ্ঠানের মাধ্যমে ট্রেলারটি প্রকাশ করা হয়।

চার বন্ধুর জীবনের গল্প। কারিনাকে বিয়ের প্রস্তাব দেয় সুমীত ব্যাস।

এরপর কারিনার বিয়ে নিয়ে ঘটতে থাকে নানা ঘটনা। চার বন্ধুর হাসি-আনন্দ, দুঃখ, গোপন কথা তুলে ধরা হয়েছে এতে। পাশাপাশি নারীদের নানা সমস্যা তুলে ধরা হয়েছে ট্রেলারটিতে।

ট্রেলারটি উন্মুক্ত হওয়ার পরপরই সকলের প্রশংসা কুড়াতে শুরু করেছে।

ট্রেলারটি দেখে বলিউড অভিনত্রী প্রিয়াঙ্কা চোপড়া মন্তব্য করেছেন, “অনেক মজাদার, দারুণ পছন্দ হয়েছে। ”

আমেরিকান টেলিভিশন সিরিজ ‘কোয়ান্টিকো’র তৃতীয় মৌসুমের প্রচারণা নিয়ে ব্যস্ত রয়েছেন পিসি। শুক্রবার (২৭ এপ্রিল) থেকে প্রচারিত হবে অনুষ্ঠানটি। যেখানে আরও একবার অ্যালেক্স পারিস চরিত্রে পাওয়া যাবে ‘বাজিরাও মাস্তানি’খ্যাত এই তারকাকে।

‘ভীরে ডি ওয়েডিং’ প্রযোজনা করেছেন সোনমের বোন রিয়া কাপুর। এটি পরিচালনা করেছেন শশাঙ্ক ঘোষ। আগামী ১ জুন মুক্তি পাবে ছবিটি।

** ‘ভীরে ডি ওয়েডিং’ ছবির ট্রেলার

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।