ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

নব্বই দশকের কাজল

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫৯ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৮
নব্বই দশকের কাজল কাজল

প্রায় সময় সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে নিজের ও পরিবারের সদস্যদের ছবি শেয়ার করেন কাজল। কিন্তু তার প্রতিটি ছবির পেছনেই লুকিয়ে থাকে কোনো না কোনো কারণ।

কাজলবৃহস্পতিবার (২৬ এপ্রিল) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে নব্বই দশকের দিকে তোলা একটি স্থিরচিত্র শেয়ার করেছেন ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’খ্যাত এই তারকা।

মজার ব্যাপার হলো- এই ছবিটি শেয়ার করার পেছনেও রয়েছে একটি কারণ।

আর সেটি হলো, নব্বই দশক ও এখনকার কাজলের মধ্যে যে খুব একটা পার্থক্য নেই ছবিটি শেয়ার করে সেটিই বোঝালেন তিনি।

কাজলের ইনস্টাগ্রামে শেয়ার করা ছবিশেয়ার করা ছবিটির ক্যাপশনে কাজল লিখেছেন, আশা করছি খুব একটা বদলাইনি।

সবশেষ তামিল ছবি ‘ভিআইপি টু’তে দেখা গেছে বলিউডের এই অভিনেত্রীকে। এতে তার সহশিল্পী ছিলেন ধনুশ।

বাংলাদেশ সময়: ১১৫৬ ঘণ্টা, এপ্রিল ২৬, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।