ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

নাবিলা-জোবাইদুল দু’জনে দু’জনার

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৯ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৮
নাবিলা-জোবাইদুল দু’জনে দু’জনার বিয়ের আয়োজনে তারা দু’জন, নাবিলা-জোবাইদুল

গায়ে জড়ানো সোনালি রঙের লেহেঙ্গা ও মাথায় লাল টুকটুকে ওড়না। শরীরে মোড়ানো ভারী অলংকার। জাঁকালো বিয়ের অনুষ্ঠানে এভাবেই বধূ সেজে হাজির হন উপস্থাপিকা ও অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। তার বর জোবাইদুল হক পরেন কালো শেরওয়ানি, মাথায় ছিল লাল পাগড়ি।

কনের সঙ্গে ফ্রেমবন্দি বন্যা মির্জা (ডানে) ও মিথিলা (বাঁয়ে)বৃহস্পতিবার রাতে (২৬ এপ্রিল) রাজধানীর মহাখালীর একটি কনভেনশন সেন্টারে দু’জনে বিয়ের বন্ধনে আবদ্ধ হন।

তারা দু’জন, নাবিলা-জোবাইদুল
দুই পরিবারের সদস্য ও শোবিজ অঙ্গনের অনেকের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

নাবিলা-জোবাইদুলের বিয়ের মঞ্চ
নাবিলা-জোবাইদুলকে শুভকামনা জানাতে বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, পরিচালক অমিতাভ রেজা চৌধুরী, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, উপস্থাপক আনজাম মাসুদ, অভিনেত্রী বন্যা মির্জা, নাট্যনির্মাতা মাবরুর রশিদ বান্নাহ, অভিনেতা সুমন পাটোয়ারী, কণ্ঠশিল্পী ও অভিনেত্রী রাফিয়াথ রশিদ মিথিলা, শবনম ফারিয়া, স্বাগতা, সাফা কবির, মারিয়া নূর, স্পর্শীয়া, আশনা হাবিব ভাবনাসহ শোবিজ অঙ্গনের অনেকে।

নজরকাড়া সাজে নাবিলা
চট্টগ্রামের সাতকানিয়ার মেয়ে নাবিলার শৈশব কেটেছে সৌদি আরবের জেদ্দায়। ১৮ বছর আগে সেখানেই নেত্রকোনার ছেলে জোবাইদুল হকের সঙ্গে তার পরিচয়। কৈশোরেই পরস্পরের প্রতি ভালোলাগা তৈরি হয়। আর সেই ভালোলাগা এখন বিয়েতে রূপান্তর হলো।  বর-কনের সঙ্গে ফ্রেমবন্দি শবনম ফারিয়া ও শ্রাবণ্য তৌহিদাসহ অন্যরাজেদ্দা থেকে ফিরে বিশ্ববিদ্যালয়ের পাঠ চুকিয়ে একটি বেসরকারি ব্যাংকে কর্মরত আছেন জোবাইদুল। থাকেন উত্তরায়।  বর-কনের সঙ্গে ফ্রেমবন্দি তারকারা২০১৬ সালে অমিতাভ রেজা পরিচালিত ‘আয়নাবাজি’ চলচ্চিত্রে অভিনয় করে প্রশংসিত হন নাবিলা। ‘এবং ক্লাসের বাইরে’ অনুষ্ঠান উপস্থাপনার মধ্য দিয়ে ২০০৬ সালে তার মিডিয়ায় যাত্রা শুরু। সে থেকেই নিজেকে উপস্থাপিকা হিসেবে প্রতিষ্ঠিত করেন তিনি। তারা দু’জনে, নাবিলা-জোবাইদুলবাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০১৮
জেআইএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।