ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বিয়ের পর কোথায় যাচ্ছেন নাবিলা?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৭ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৮
বিয়ের পর কোথায় যাচ্ছেন নাবিলা? স্বামী জোবাইদুল হকের সঙ্গে মাসুমা রহমান নাবিলা

গাঁটছড়া বেঁধেছেন উপস্থাপিকা ও অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। ২৬ এপ্রিল রাজধানীর একটি কনভেনশনে জোবাইদুল হকের সঙ্গে তার বিয়ের সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। এর আগে ২৩ এপ্রিল জমকালো আয়োজনে হয় তাদের হলুদ সন্ধ্যা।

বিয়ের একদিন পর অর্থাৎ শুক্রবার (২৭ এপ্রিল) রাতে ফেসবুকে নাবিলা একটি স্থিরচিত্র পোস্ট করেছেন।  যেখানে দেখা যাচ্ছে- নাবিলা ও জোবাইদুল বিমানের পাশাপাশি সিটে বসে আছেন।

ক্যাপশনে লিখেছেন, ‘আমরা যাচ্ছি। ’

এটি দেখে অনেকেই ভাবছেন, হানিমুন করতে নবদম্পতি উড়াল দিচ্ছেন! কিন্তু তা নয়।

নাবিলার বর ব্যাংকার জোবাইদুল হক অফিসের কাজে ইংল্যান্ডের ম্যানচেস্টারে উড়াল দিচ্ছেন। তাকে সঙ্গ দিতেই সেখানে যাচ্ছেন ‘আয়নাবাজি’খ্যাত এই অভিনেত্রী।

নাবিলা জানান, ২ মে তারা দেশে ফিরবেন। তারপর হানিমুনে কোথায় যাবেন তা ঠিক করবেন এই নবদম্পতি।

জোবাইদুলের সঙ্গে নাবিলার পরিচয় সৌদি আরবের জেদ্দায়। তখন তারা দুজনই কৈশোর বয়সে ছিলেন। পরিচয় হওয়ার ১৮ বছর পর দু’জন বিয়ে করলেন।

বাংলাদেশ সময়: ১৪২৪ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৮
জেআইএম/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।