ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সাবেক বিশ্বসুন্দরীর কাছে ক্ষমা চাইলেন বিপ্লব

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৮ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৮
সাবেক বিশ্বসুন্দরীর কাছে ক্ষমা চাইলেন বিপ্লব ডায়না হেডন ও বিপ্লব কুমার দেব

সম্প্রতি আগরতলার প্রজ্ঞা ভবনে হাতে তৈরি নানা জিনিসপত্রের ওপর একদিনের ওয়ার্কশপে গিয়েছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। যেখানে প্রাক্তন দুই বিশ্বসুন্দরীকে ঐশ্বরিয়া রাই বচ্চন ও ডায়না হেডনকে নিয়ে মন্তব্য করে তিনি বলেন, ঐশ্বরিয়াই প্রকৃত ভারতীয় সুন্দরী। কিন্তু ডায়না বিশ্বসুন্দরীর খেতাব যেতার যোগ্য ছিলেন না।

বিপ্লব দেবের এই মন্তব্যের পরই বইতে শুরু করে সমালোচনার ঝড়। তার মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া দেন স্বয়ং ডায়না হেডেনও।

ক্ষুব্ধ ডায়ানা বিপ্লবের মন্তব্যের প্রতিবাদ জানিয়ে বলেন, ‘আমার গায়ের রঙ বাদামী, ফর্সা নয়। তার জন্য নানা মন্তব্যের মুখোমুখি হতে হয়েছে আমাকে। আমি গর্বিত আমার গায়ের রঙ ভারতীয়দের মতো। এই বাদামী ত্বকের জন্য আমার সাফল্যের প্রশংসা না করে সমালোচনা করা এরকম একজন মন্ত্রীর সাজে না। তাই এমন মন্তব্য করার আগে তার সাবধান হওয়া উচিত। ’

এরপরই ক্ষমা চেয়ে বিপ্লব বলেন, ‘তাঁতশিল্পে কর্মরতদের সম্পর্কে কথা বলছিলাম। তাদেরও তো বিপণনের প্রয়োজন রয়েছে। কাউকে আঘাত দেওয়ার ইচ্ছে আমার ছিলো না। তবে যদি কাউকে আঘাত দিয়ে থাকি, তাহলে ক্ষমা চাইছি। ’

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৮
বিএসকে

** ঐশ্বরিয়াই প্রকৃত ভারতীয় সুন্দরী, ডায়না নন: বিপ্লব

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।