ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

১১ মে বাজবে রাজ-শুভশ্রীর বিয়ের সানাই

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫০ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৮
১১ মে বাজবে রাজ-শুভশ্রীর বিয়ের সানাই ছবি: সংগৃহীত

গত মার্চে বাগদান ও রেজিস্ট্রি বিয়ের পর্বটি সেরে ফেলেছেন ওপার বাঙলার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী ও পরিচালক রাজ। কিন্তু আগামী ১১ মে আরও একবার বাজবে তাদের বিয়ের সানাই। বাঙালী রীতি মেনে সম্পন্ন হবে তাদের বিয়ের সকল আনুষ্ঠানিকতা।

এ প্রসঙ্গে শুভশ্রীর একটি ঘনিষ্ঠসূত্র জানান, প্রায় এক সপ্তাহব্যাপী সেলিব্রেশনের পরিকল্পনা হয়েছে। আগামী ৮ মে রয়েছে ককটেল পার্টি, ১০ মে মেহেদী অনুষ্ঠান, ১১ মে বিয়ে ও ১৩ মে বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান।

এরইমধ্যে অতিথিদের ঠিকানায় পৌঁছাতে শুরু করেছে রাজ-শুভশ্রীর বিয়ের কার্ড।

বিয়ের কার্ডের কয়েকটি স্থিরচিত্রও শেয়ার করেছেন শুভশ্রী। যেখানে দেখা যাচ্ছে, একটি সুন্দর কারুকাজ করা বাক্সে রয়েছে তাদের বিয়ের কার্ড।

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।