ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ছবিতে ছবিতে পরিণীতির অস্ট্রেলিয়া ভ্রমণ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪২ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৮
ছবিতে ছবিতে পরিণীতির অস্ট্রেলিয়া ভ্রমণ ছবি পরিণীতি চোপড়ার ফেসবুক থেকে সংগৃহীত

‘নামাস্তে ইংল্যান্ড’ ছবির শুটিং নিয়ে ব্যস্ত ছিলেন পরিণীতি চোপড়া। সেখান থেকেই বিরতি নিয়ে অস্ট্রেলিয়া ভ্রমণে বেরিয়ে পড়লেন বলিউডের এই অভিনেত্রী।

অস্ট্রেলিয়া ট্যুরিজমের শুভেচ্ছাদূত হয়ে কাজ করছেন ‘মেরি পেয়ারি বিন্দু’খ্যাত এই তারকা। সম্প্রতি তারই তিন বছর পূর্ণ করলেন ২৯ বছর বয়সী এই অভিনেত্রী।

ছবি পরিণীতি চোপড়ার ফেসবুক থেকে সংগৃহীতমজার ব্যাপার হলো- অস্ট্রেলিয়া ট্যুরিজমের শুভেচ্ছাদূত হওয়ার পর থেকে প্রতি বছরই সেখানে ঘুরতে যান বলিউডের এই অভিনেত্রী। এবারও তার ব্যতিক্রম হয়নি।

ছবি পরিণীতি চোপড়ার ফেসবুক থেকে সংগৃহীত ছবিতে ছবিতে দেখে নেওয়া যাক পরিণীতির অস্ট্রেলিয়া ভ্রমণের স্থিরচিত্রগুলো।

ছবি পরিণীতি চোপড়ার ফেসবুক থেকে সংগৃহীত** অস্ট্রেলিয়ার হ্যামিলটন দ্বীপের ট্রি হিলে পানীয় হাতে দাঁড়িয়ে সূর্যাস্ত উপভোগ করছেন পরিণীতি।

ছবি পরিণীতি চোপড়ার ফেসবুক থেকে সংগৃহীত** ব্লু মাউন্টেইন্সে দাঁড়িয়ে পরি। অস্ট্রেলিয়ান সিডনি থেকে সেখানে যেতে দুই ঘণ্টা সময় লাগে।

ছবি পরিণীতি চোপড়ার ফেসবুক থেকে সংগৃহীত** ক্রুসিং সিডনি হারবার ঘুরে দেখছেন পরিণীতি চোপড়া।

ছবি পরিণীতি চোপড়ার ফেসবুক থেকে সংগৃহীত** বন্দি সমুদ্র সৈকতের পাড় দিয়ে হাঁটছেন পরিণীতি।

ছবি পরিণীতি চোপড়ার ফেসবুক থেকে সংগৃহীত** একদিকে বন্দি সমুদ্র সৈকত। অন্যদিকে হোটেলে সুইমিং পুল আর ওপরে নীল আকাশ। সবখানেই যেনো নীলের ছোঁয়া।

ছবি পরিণীতি চোপড়ার ফেসবুক থেকে সংগৃহীত** অস্ট্রেলিয়ার মেলবোর্নে অবস্থিত ফেডারেশন স্কয়ার আর্ট অ্যান্ড কালচার। এই জায়গাটি নাকি সবচেয়ে বেশি পছন্দ পরির।

ছবি পরিণীতি চোপড়ার ফেসবুক থেকে সংগৃহীত** মেলবোর্নের রাস্তায় পরি।

ছবি পরিণীতি চোপড়ার ফেসবুক থেকে সংগৃহীত** অস্ট্রেলিয়ার ক্রিকেট স্টেডিয়ামে ব্যাট হাতে ২৯ বছর বয়সী এই অভিনেত্রী।

ছবি পরিণীতি চোপড়ার ফেসবুক থেকে সংগৃহীত** ফিলিপ আইল্যান্ডের মনোরম দৃশ্য উপভোগ করছেন পরিণীতি।

ছবি পরিণীতি চোপড়ার ফেসবুক থেকে সংগৃহীত** পরির সামনে গুটি গুটি পায়ে হেঁটে যাচ্ছে পেঙ্গুইনের দল।

ছবি পরিণীতি চোপড়ার ফেসবুক থেকে সংগৃহীত** সবুজের মাঝে পরির মিষ্টি চাহনি।

ছবি পরিণীতি চোপড়ার ফেসবুক থেকে সংগৃহীত** স্বর্ণের ক্ষুদ্র কণা খুঁজে পেলেন পরিণীতি।

ছবি পরিণীতি চোপড়ার ফেসবুক থেকে সংগৃহীত** অস্ট্রেলিয়ায় পরির নতুন বন্ধু এক দল ক্যাঙ্গারু।

ছবি পরিণীতি চোপড়ার ফেসবুক থেকে সংগৃহীত** খোলা আকাশের নীচে, সবুজ ঘাসের মাঝে নৈশভোজ করছেন পরিণীতি চোপড়া।

বাংলাদেশ সময়: ২০০০ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।