ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘মাশাআল্লাহ’ নিয়ে হাজির কলকাতার জিৎ

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৫ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৮
‘মাশাআল্লাহ’ নিয়ে হাজির কলকাতার জিৎ বিদ্যা সিনহা মিম ও জিৎ

ঈদুল ফিতরে মুক্তির প্রতীক্ষায় রয়েছে যৌথ প্রযোজনার ছবি ‘সুলতান’। এতে কলকাতার নায়ক জিৎয়ের সঙ্গে জুটি বেঁধেছেন বিদ্যা সিনহা মিম।

রাজা চন্দ পরিচালিত ছবিটির প্রায় অর্ধেক শুটিং এখনো বাকি আছে। এর আগেই রোববার (২৯ এপ্রিল) মুক্তি পেলো ছবিটির  ‘মাশাআল্লাহ’ শিরোনামের একটি গান।

বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়ার নতুন ইউটিউব চ্যানেল জাজ মিউজিক ও কলকাতার গ্রাসরুট এন্টারটেইনমেন্টের চ্যানেলে একসঙ্গে প্রকাশ পেয়েছে গানটি।

বিদ্যা সিনহা মিম ও জিৎগানটিতে কণ্ঠ দিয়েছেন ভারতের দেব নেগি ও আকৃতি কাক্কার। রাজা চন্দের কথায় গানটির সঙ্গীতায়োজন করেছেন স্যাভি। কোরিওগ্রাফি করেছেন জয়েশ প্রধান।

‘সুলতান-দ্য সেভিয়র’ ছবিটি বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে প্রযোজনা করেছে জিতস ফিল্ম ওয়ার্কস ও সুরিন্দর ফিল্মস।

জিৎ-মিম ছাড়াও ছবিটিতে অভিনয় করেছেন ‘ঢাকা অ্যাটাক’খ্যাত তারকা তাসকিন রহমান ও কলকাতার নায়িকা প্রিয়াঙ্কা। আরও রয়েছেন, নবাগত আসফাক রানা, আমান রেজা, সাদেক বাচ্চু, নাদের চৌধুরী, রেবাকা রউফ, শহিদুল আলম সাচ্চু প্রমুখ।

** ‘মাশাআল্লাহ’ গানের ভিডিও

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৮
জেআইএম/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।