ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

শুরু হচ্ছে হিরানির ‘মুন্নাভাই থ্রি’ মিশন

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৮ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৮
শুরু হচ্ছে হিরানির ‘মুন্নাভাই থ্রি’ মিশন ‘মুন্নাভাই’ ছবির দৃশ্যে সঞ্জয় দত্ত ও আরশাদ ওয়ারসি

বলিউড যাত্রা পর থেকে ব্যতিক্রমী সব চলচ্চিত্র উপহার দিয়ে চলেছেন রাজকুমার হিরানী। ১৯৯৪ সাল থেকে বলিউডে যাত্রা শুরু হলেও পরিচালক হিসেবে ২০০৩ সালে আত্মপ্রকাশ করেন তিনি।

রাজকুমার হিরানী পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘মুন্নাভাই এমবিবিএস’। ২০০৩ সালে মুক্তি পেয়েছিলো ছবিটি।

কমেডি ঘরনার ছবিটি ব্যাপক সাড়া ফেলেছিলো দর্শক মহলে। এতে অভিনয় করেছিলেন সঞ্জয় দত্ত, বোমান ইরানি, আরশাদ ওয়ারসি, নওয়াজুদ্দিন সিদ্দিকী প্রমুখ। ছবিটি প্রযোজনা করেছিলেন বিধু বিনোদ চোপড়া।

এরপর মাঝখানে দুই বছরের বিরতি। ২০০৬ সালে হিরানি নির্মাণ করেন তার ‘মুন্নাভাই’ সিরিজের দ্বিতীয় কিস্তি ‘লাগে রাহো মুন্নাভাই’। এ ছবিতেও প্রধান চরিত্রে ছিলেন বলিউড সুপারস্টার সঞ্জয় দত্ত। প্রথমটির মতো দ্বিতীয়টিও হয় সুপার-ডুপার হিট।

‘লাগে রাহো মুন্নাভাই’ মুক্তির পর দীর্ঘ আট বছর জনপ্রিয় এ সিরিজ নিয়ে মাথা ঘামাননি রাজকুমার হিরানি। দীর্ঘ বিরতির পর ২০১৪ সালে সিরিজটির তৃতীয় কিস্তি ‘মুন্নাভাই থ্রি’র চিত্রনাট্য লেখা শুরু করে করেন হিরানী।

রাজকুমার হিরানীসম্প্রতি এক সাক্ষাৎকারে বিষয়টি নিশ্চিত করে তিনি জানান, খুব শিগিগিরই শুরু হবে ‘মুন্নাভাই থ্রি’ কাজ। এরই মধ্যে চিত্রনাট্য লেখার কাজ শুরু করে দিয়েছেন তিনি।

যোগ করে তিনি আরও বলেন, এই ছবির কাজ আরও আগে শুরু হওয়ার কথা ছিলো। কিন্তু ‘মুন্নাভাই থ্রি’র চিত্রনাট্য সঞ্জয় দত্তকে পড়ে শোনান হয়, তখন নিজের জীবনের কিছু গুরুত্বপূর্ণ ঘটনা হিরানির সঙ্গে শেয়ার করেন সঞ্জয়। সঞ্জয়ের গল্প শুনে মুগ্ধ হিরানি তখনই সিদ্ধান্ত নেন, আগে তিনি সঞ্জয়ের বায়োপিক নির্মাণ করবেন, তারপর ‘মুন্নাভাই থ্রি’।

আপাতত সঞ্জয় দত্তের জীবনী নিয়ে নির্মিত ‘সঞ্জু’ ছবির কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন হিরানী। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন রণবীর কাপুর। আগামী ২৯ জুন মুক্তি পাবে ছবিটি।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, এপ্রিল ২৯, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।