ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

কলকাতায় নায়করাজ রাজ্জাকের নামে অ্যাওয়ার্ড চালু 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৮ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৮
কলকাতায় নায়করাজ রাজ্জাকের নামে অ্যাওয়ার্ড চালু  নায়করাজ রাজ্জাক ও নায়ক আলমগীর। ফাইল ফটো

ঢাকা: বাংলাদেশের চলচ্চিত্রের কিংবদন্তী নায়করাজ রাজ্জাকের নামে অ্যাওয়ার্ড চালু করতে যাচ্ছে কলকাতার বেঙ্গল ফিল্ম অ্যান্ড টেলিভিশন চেম্বার অব কমার্স (বিএফটিসিসি)। 

আর প্রথমবারের মতো এ অ্যাওয়ার্ড পাচ্ছেন বাংলাদেশের নায়ক আলমগীর।  

সোমবার (৩০ এপ্রিল) বিকেলে বিএফটিসিসির সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, চলচ্চিত্রে অসামান্য অবদানের জন্য নায়করাজ রাজ্জাকের নামে আমরা এ অ্যাওয়ার্ডটি চালু করেছি। এটি আজীবন সম্মাননা। এবার এই পুরস্কার পাচ্ছেন নায়ক আলমগীর।  

এদিকে এবার বেঙ্গল ফিল্ম অ্যান্ড টেলিভিশন চেম্বার অব কমার্সের দেওয়া হীরালাল সেন অ্যাওয়ার্ড পাচ্ছেন সৌমিত্র চট্টোপাধ্যায়।  

আর দেবকী কুমার বোস পুরস্কার পাচ্ছেন বুদ্ধদেব দাশগুপ্ত। এছাড়া শ্রী ভেঙ্কটেশ ফিল্মস প্রাইভেট লিমিটেডকেও পুরস্কার দেওয়া হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৬৪১ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৮
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।