ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ইরফান-সাদিয়ার ‘তুমি শুধু তুমি’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৭ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৮
ইরফান-সাদিয়ার ‘তুমি শুধু তুমি’ ইরফান সাজ্জাদ ও সাদিয়া

রুনা কোনো কিছুতেই মনকে স্থির করতে পারছেন না। এ নিয়ে স্বামী আকাশের সঙ্গে মান অভিমান চলছে তার। তবে সে জাল কেটে কোনভাবেই বের হয়ে আসতে পারেন না রুনা। তাই সিদ্ধান্ত নেন প্রাক্তন প্রেমিক অলীভের সঙ্গে দেখা করবেন। অলীভের মুখোমুখি হয়ে জানতে চাইবে কেন তিনি তাকে মানসিক যন্ত্রনা দিচ্ছেন? আকাশকে না জানিয়ে রুনা অলীভের বাসায় পুলিশসহ হাজির হন। কিন্তু বাড়িটি ছিলো ফাঁকা। দরজায় সম্মুখে দেখা হয় রুনার এক সহপাঠীর সঙ্গে। তখন রুনা জানতে পারেন অলীভ তার জন্যেই মৃত্যুর প্রহর গুণছেন! বিষয়টি শুনে চমকে যান তিনি।

এমনই গল্পে নির্মিত হয়েছে নাটক ‘তুমি শুধু তুমি’। আহসান হাবিব সকালের রচনায় এটি নির্মাণ করেছেন তায়িবুর রহমান আরিফ।

নাটকটিতে জুটি বেঁধে অভিনয় করেছেন ছোট পর্দার অভিনেতা ইরফান সাজ্জাদ ও অভিনেত্রী সাদিয়া। এটি তাদের একসঙ্গে প্রথম কাজ।

নাটকটিতে ইরফান সাজ্জাদ অভিনয় করেছেন অলীভ চরিত্রে। সাদিয়া থাকছেন রুনা চরিত্রে। আর আকাশ চরিত্রে রুপদান করেছেন নবাগত শান্ত।

ইরফান সাজ্জাদ বলেন,  নাটকটির গল্পে বৈচিত্র্য রয়েছে। সাদিয়া অনেক ভালো অভিনয় করেন।

সাদিয়া বলেন, প্রথমবারের মতো সাজ্জাদ ভাইয়ের সঙ্গে ছোট পর্দায় কাজ করেছি। নাটকের গল্পটি অনেক চমৎকার। আশা করি দর্শক আমাদের রসায়ন উপভোগ করবেন।

সম্প্রতি নাটকটির শুটিং শেষ হয়েছে। খুব শিগগিরই একটি বেসরকারি টিভি চ্যানেলে নাটকটি প্রচার হবে।

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৮
জেআইএম/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।