ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

এক টিকিটেই ‘বন্দুক যুদ্ধ’ ও ‘গাধার হাট’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৫ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৮
এক টিকিটেই ‘বন্দুক যুদ্ধ’ ও ‘গাধার হাট’ বন্দুক যুদ্ধ’ ও ‘গাধার হাট’ নাটকের দৃশ্য

নাট্যকেন্দ্রের প্রযোজনা একসঙ্গে ‘বন্দুক যুদ্ধ’ ও ‘গাধার হাট’ নাটকের ৫৩তম প্রদর্শনী অনুষ্ঠিত হতে যাচ্ছে। ৬ মে সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে নাটক দু’টি মঞ্চস্থ হবে।

দু’টি নাটক দেখতে দর্শকদের একটি টিকিট কাটলেই চলবে।

মিশরীয় নাট্যকার আলফ্রেড ফারাগের ‘দ্যা ট্র্যাপ’ অবলম্বনে ‘বন্দুক যুদ্ধ’ এবং নাট্যকার তৌফিক আল হাকিমের ‘দ্যা ডঙ্কি মার্কেট' অবলম্বনে ‘গাধার হাট’ তৈরি করা হয়েছে ।

রূপান্তর ও নির্দেশনা দিয়েছেন নাট্যব্যক্তিত্ব তারিক আনাম খান।

নাটক দু’টির মূল কাহিনী সব সময়ের জন্য প্রযোজ্য হলেও নির্দেশক প্রযোজনা দু’টি তৈরি করেছেন বর্তমান বাংলাদেশের সমসাময়িকতাকে ধারণ করে।

বর্তমান সমাজে নিজের স্বার্থকে রক্ষা করার জন্য একজন মানুষ কত হীন কাজ করতে পারেন। নিজের বিশ্বস্ত মানুষকে খুন করতেও দ্বিধা থাকে না, সেই বাস্তবতাই তুলে আনা হয়েছে ‘বন্দুক যুদ্ধে’। আর ‘গাধার হাটে’ দেখাতে চেয়েছেন এই সমাজে জ্ঞানের কোনো মূল্য নেই। এখানে শক্তিই প্রধান। তাই নাটকে বলা হয়েছে গাধা যেহেতু কথা বলতে পারে না, সেক্ষেত্রে গাধাই ভালো।

নাটক দু’টিতে অভিনয় করেছেন ইকবাল বাবু, সাইফ আহম্মেদ, শরিফ হোসেন ইমন, সংগীতা চৌধুরী, নোমান আহম্মেদ, খান আতিক প্রমুখ।

প্রযোজনাটির অধিকর্তা হচ্ছেন ঝুনা চৌধুরী।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০১৮
জেআইএম/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।