ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

শ্রীদেবীকে নিয়ে চলচ্চিত্রের জন্য ২০ নাম!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৩ ঘণ্টা, মে ১, ২০১৮
শ্রীদেবীকে নিয়ে চলচ্চিত্রের জন্য ২০ নাম! শ্রীদেবী ও বনি কাপুর

বলিউডের খ্যাতিমান প্রযোজক বনি কাপুর তার প্রয়াত স্ত্রী সুপারস্টার শ্রীদেবীকে নিয়ে চলচ্চিত্র নির্মাণ করতে যাচ্ছেন। এ নিয়ে বেশ তোড়জোড় শুরু করেছেন তিনি। শোনা যাচ্ছে এরই মধ্যে চলচ্চিত্রটির জন্য ২০টি নাম ঠিক করেছেন এই প্রযোজক।

ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, বলিউড প্রডিউসার অ্যাসোসিয়েশনে অদ্ভুত রকমের ২০টি নাম নিবন্ধন করেছেন বনি কাপুর। নামগুলোর মধ্যে তার পুরনো চলচ্চিত্রের নামও রয়েছে রয়েছে।

সে তালিকায় ‘চালবাজ’, ‘রূপ কি রানী চরণ কা রাজা’, ‘জানবাজ’, ‘মি. ইন্ডিয়া’ ও ‘রিটার্ন অব মি. ইন্ডিয়া’র মতো নামও রয়েছে।

দু’জন নির্মাতা শ্রীদেবীকে নিয়ে চলচ্চিত্র নির্মাণের আগ্রহ প্রকাশ করেছেন। তাদের মধ্যে রয়েছেন রাম গোপাল বার্মা ও হানসাল মেহতা।

তবে বলিউডের এই কিংবদন্তি অভিনেত্রীকে নিয়ে চলচ্চিত্র নির্মাণে বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানা যায়নি।

গত ২৪ ফেব্রুয়ারি দুবাইয়ে একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে বাথটাবে ‘দুর্ঘটনাবশত’ পড়ে মারা যান শ্রীদেবী।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, মে ০১, ২০১৮
জেআইএম/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।