ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

স্বামী-সন্তান নিয়ে মালদ্বীপ ঘুরে বেড়াচ্ছেন শিল্পা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৭ ঘণ্টা, মে ২, ২০১৮
স্বামী-সন্তান নিয়ে মালদ্বীপ ঘুরে বেড়াচ্ছেন শিল্পা স্বামী-সন্তান নিয়ে মালদ্বীপ ঘুরে বেড়াচ্ছেন শিল্পা

বেশ কিছুদিন ধরেই রূপালি পর্দার আড়ালে রয়েছেন শিল্পা শেঠি। অভিনয় না করলেও বিচারকের আসনে ঠিকই পাওয়া যায় বলিউডের জনপ্রিয় এই অভিনেত্রীকে।

বর্তমানে ব্যবসা-বাণিজ্য নিয়েই ব্যস্ত সময় কাটে শিল্পার। স্বামী রাজকুন্দ্রার সঙ্গে প্রতিদিনই ব্যবসায় সময় দিচ্ছেন তিনি।

সব মিলিয়ে মিডিয়া থেকে এখন বেশ দূরে ‘ধাড়কান’খ্যাত এই তারকা।

সম্প্রতি অন্তর্জাল দুনিয়ায় ভাইরাল হয়েছে শিল্পার কয়েকটি স্থিরচিত্র। যেখানে দেখা যাচ্ছে, স্বামী-সন্তান নিয়ে সমুদ্রের পাড়ে হৈ হুল্লোর করছেন বলিউডের এই অভিনেত্রী।

জানা গেছে- ছুটি কাটাতে সপরিবারে মালদ্বীপ ভ্রমণে গিয়েছেন শিল্পা। যেখানে তাকে সঙ্গ দিচ্ছেন স্বামী রাজকুন্দ্রা ও একমাত্র সন্তান ভিয়ান।

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, মে ০২, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।