ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বরফের রাজ্যে রণবীর

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৩ ঘণ্টা, মে ২, ২০১৮
বরফের রাজ্যে রণবীর ছবি রণবীর সিংয়ের ফেসবুক থেকে সংগৃহীত

এইতো ক’দিন আগে অন্তর্জাল দুনিয়ায় ছড়িয়ে পড়েছিলো বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়ার অস্ট্রেলিয়া ঘুরে বেড়ানোর বেশ কয়েকটি স্থিরচিত্র।

ছবি রণবীর সিংয়ের ফেসবুক থেকে সংগৃহীতএবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বরফের রাজ্য সুইজাল্যান্ড ঘুরে বেড়ানোর ছবি শেয়ার করলেন বলিউড অভিনেতা রণবীর সিং। যা রীতিমতো ভাইরাল হয়ে গেছে।

ছবি রণবীর সিংয়ের ফেসবুক থেকে সংগৃহীতবেশ কিছুদিন ধরেই সুইজাল্যান্ড ট্যুরিজমের শুভেচ্ছাদূত হয়ে কাজ করছেন ‘পদ্মাবত’খ্যাত এই তারকা। তাই যখনই সুযোগ পান সেখানে ঘুরতে চলে যান বলিউডের জনপ্রিয় এই অভিনেতা।

ছবি রণবীর সিংয়ের ফেসবুক থেকে সংগৃহীতএখানেই শেষ নয়, গত ৩০ এপ্রিল বলিউডের এই অভিনেতা নিজের নামে সুইজারল্যান্ডে একটি ট্রেনও উদ্বোধন করেছেন।  

ছবিতে ছবিতে দেখে নেওয়া যাক রণবীরের সুইজারল্যান্ড ভ্রমণের স্থিরচিত্রগুলো।

ছবি রণবীর সিংয়ের ফেসবুক থেকে সংগৃহীত** ছবিটির ক্যাপশনে রণবীর লিখেছেন ‘হাই ইন দ্য আফটারনুন। ’

ছবি রণবীর সিংয়ের ফেসবুক থেকে সংগৃহীত** শান্ত পরিবেশ

ছবি রণবীর সিংয়ের ফেসবুক থেকে সংগৃহীত** পাহাড়, বরফ ও পানির মাঝে রণবীর

ছবি রণবীর সিংয়ের ফেসবুক থেকে সংগৃহীত** সুইজারল্যান্ডের পানশালায় বসে পানীয় পান করছেন রণবীর।

ছবি রণবীর সিংয়ের ফেসবুক থেকে সংগৃহীত** বরফের মাঝে ওয়াইল্ড রাইডের আনন্দ উপভোগ করছেন রণবীর।

ছবি রণবীর সিংয়ের ফেসবুক থেকে সংগৃহীত** বরফে ঢাকা পাহাড়ের উঁচুতে রণবীর।

বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, মে ০২, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।