ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

১২ হাজার লাইক, ৯৫ হাজার ডিজলাইক পেলো নুসরাতের ‘পটাকা’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৫১ ঘণ্টা, মে ৩, ২০১৮
১২ হাজার লাইক, ৯৫ হাজার ডিজলাইক পেলো নুসরাতের ‘পটাকা’ ছবি: সংগৃহীত

গত ২৬ এপ্রিল সিএমভির ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার গাওয়া ‘পটাকা’। এটি ফারিয়ার গাওয়া প্রথম গান। এতে কণ্ঠ দেওয়ার পাশাপাশি নেচে দর্শক মাতালেন ‘বাদশা’খ্যাত এই তারকা।

রাকিব হাসান রাহুলের লেখা এ গানটির সংগীত পরিচালনা করেছেন প্রীতম হাসান। এটি নির্মাণ করেছেন কলকাতার বাবা যাদব।

গানটি প্রকাশের পর প্রচন্ড সমালোচনার মুখে পড়েছে। অধিকাংশ দর্শক-শ্রোতাই সামাজিক যোগাযোগ মাধ্যমে নেতিবাচক দৃষ্টিতে গানটির সমালোচনা করছেন।

ইউটিউবে দর্শকের পছন্দ-অপছন্দের মতামত পাওয়া যায় ‘লাইক’ ও ‘ডিজলাইক’ বাটনে ক্লিক দেখে। সেই দিক থেকেও খুব একটা সুবিধা করতে পারেনি ফারিয়ার ‘পটাকা’। এখনও পর্যন্ত গানটি দেখে ১২ হাজারের বেশি দর্শক ‘লাইক’ করেছেন আর বিপরীতে ৯৫ হাজারের বেশি দর্শক ‘ডিজলাইক’ করেছেন।

** নুসরাত ফারিয়ার গাওয়া ‘পটাকা’ গানের ভিডিও

বাংলাদেশ সময়: ১০৪১ ঘণ্টা, মে ০৩, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।