ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

যার সঙ্গে সালমানের বন্ধুত্ব বেশি

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৪ ঘণ্টা, মে ৩, ২০১৮
যার সঙ্গে সালমানের বন্ধুত্ব বেশি সালমান খান, কারিশমা কাপুর ও কারিনা কাপুর খান

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিশমা কাপুর ও কারিনা কাপুর খান। মজার বিষয় হলো- দুই বোনই অভিনয় করেছেন বলিউড সুপারস্টার সালমান খানের সঙ্গে।

কিন্তু তাদের দুই বোনের মধ্যে কার সঙ্গে সল্লুর বন্ধুত্ব বেশি সম্প্রতি এক চ্যাট শোতে হাজির হয়ে সেটিই জানালেন কারিশমা।

এ প্রসঙ্গে কারিশমার ভাষ্য, ‘কারিনার তুলনায় সালমান আমার বেশি কাছের।

আমাদের বন্ধুত্ব দীর্ঘদিনের। সালমানের কাছে কারিনা ছোট বোনের মতো আর এখনও ওকে ছোট বলেই মনে করে। ’

ওই চ্যাট শোতে কারিশমার কাছে জানতে চাওয়া হয় এখন কোন ধরনের ছবিতে কাজ করতে চান তিনি। জবাবে লোলো (কারিশমার ডাকনাম) বলেন, “সব নাম্বার ১ ছবিতে কাজ করার পর এবার কেউ যদি ‘মামি নাম্বার ১’-এর মতো ছবি নির্মাণ করেন তাহলে সেখানে মায়ের ভূমিকায় কাজ করতে চাই। আমার সন্তানদের সঙ্গে আমার সম্পর্ক কেমন সেটি সকলের সঙ্গে ভাগাভাগি করে নিতে চাই। ”

বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, মে ০৩, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।