ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

নিশো-নাদিয়ার ‘বুঝতে হবে’

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৮ ঘণ্টা, মে ৩, ২০১৮
নিশো-নাদিয়ার ‘বুঝতে হবে’ ‘বুঝতে হবে’ নাটকের দৃশ্যে আরফান নিশো ও সালমা খানম নাদিয়া

সজল একজন পজিটিভ মনের মানুষ। সে সমাজের বিভিন্ন ক্রুটি বিচ্যুতি অসংগতি দূর করে সুন্দর একটি স্বদেশের স্বপ্ন দেখে। ঘটনাক্রমে মতুর্জাকে টার্গেট করে সজল কিছু সামাজিক ভুলত্রুটি সংশোধনের চেষ্টা চালায়। যেমন- রাস্তায় কলার খোসা ফেলা, ওভারব্রীজ রেখে রাস্তা পার হওয়া, মহল্লার রাস্তায় ক্রিকেট খেলা, লাইন ছেড়ে যত্রতত্রভাবে বাসে ওঠা।

এসব ঘটনায় মতুর্জা রেগে যান। একমাত্র মেয়ে আনিতার সঙ্গে বাকবিতন্ডা হয়।

আনিতা সজলকে ভালোবাসে। এ বিষয় নিয়ে সজল ও আনিতার মধ্যে টানাপোড়ন শুরু হয়। সজল আনিতাকে কথা দেয় সে আর মর্তুজাকে বিভ্রান্ত করবে না। এমনই গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘বুঝতে হবে’।

এতে সজল চরিত্রে অভিনয় করেছেন আরফান নিশো এবং আনিতার ভূমিকায় দেখা যাবে সালমা খানম নাদিয়াকে।

মঞ্জুর রহমান রচিত নাটকটিতে আরও অভিনয় করেছেন ফারজানা রিক্তা, কাজী উজ্জল, হাসি মুন, মেহেদী আকাশ প্রমুখ।

মামুন খানের গল্প, চিত্রনাট্য ও পরিচালনায় ও কারুকাজ প্রোডাকশন প্রযোজিত নাটকটিতে নির্বাহী প্রযোজক হিসেবে আছেন রাশেদ জামান। নাটকটির ক্যামেরাম্যান হিসেবে ছিলেন তারেক বাবু, প্রধান সহকারী পরিচালক হিসেবে আর. কে. সরকার রকি ও সহকারী পরিচালক হিসেবে ফয়সাল মাসুদ ছিলেন।

শুক্রবার সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে নাটকটি।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, মে ০৩, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।