ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

১০ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘ধূসর কুয়াশা’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৫১ ঘণ্টা, মে ৪, ২০১৮
১০ প্রেক্ষাগৃহে মুক্তি পেলো ‘ধূসর কুয়াশা’ ‘ধূসর কুয়াশা’ ছবির একটি দৃশ্য

অবশেষে মুক্তি পেলো উত্তম আকাশ পরিচালিত ‘ধূসর কুয়াশা’। শুক্রবার (৪ মে) সারাদেশে মোট ১০টি প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পেয়েছে।

এ প্রসঙ্গে পরিচালক উত্তম আকাশ বাংলানিউজকে বলেন, শুরুতে আমরা একটু দ্বিধাদ্বন্দ্বে থাকলেও পূর্ব নির্ধারিত তারিখেই ‘ধূসর কুয়াশা’ মুক্তি দিলাম। সারাদেশে ১০টি প্রেক্ষাগৃহে আজ থেকে সিনেমাটি প্রদর্শিত হচ্ছে।

ত্রিভুজ প্রেমের সিনেমাটিতে চিত্রনায়িকা নিপুণের বিপরীতে অভিনয় করেছেন নবাগত মাহবুবুর রশিদ মুন্না। এতে আরও আছেন পুষ্পিতা পপি, বড় দা মিঠু প্রমুখ।

২০১৭ সালের জুলাইয়ে ‘ধূসর কুয়াশা’ সেন্সরবোর্ডে জমা পড়ে। বোর্ড প্রথমে কর্তন ও পরবর্তীতে ছবিটিকে নিষিদ্ধ ঘোষণা করেছিলো। তবে শেষে পর্যন্ত গত ৩১ জানুয়ারি ছবিটিকে সেন্সরবোর্ড ছাড়পত্র দেয়।

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, মে ৪, ২০১৮
জেআইএম/আরআর

**৪ মে মুক্তি পাচ্ছে নিপুনের ‘ধূসর কুয়াশা’

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।