ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

স্বামীকে নিয়ে কানের লালগালিচায় হাঁটবেন সোনম!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৪ ঘণ্টা, মে ৫, ২০১৮
স্বামীকে নিয়ে কানের লালগালিচায় হাঁটবেন সোনম! আনন্দ আহুজা ও সোনম কাপুর

চার বছর মন দেওয়া-নেওয়ার পর আগামী ৮ মে প্রেমিক আনন্দ আহুজার সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন সোনম কাপুর।

মজার বিষয় হলো- একই দিন শুরু হতে যাচ্ছে কান চলচ্চিত্র উৎসবের ৭১তম আসর। চলবে ১৯ মে পর্যন্ত।

বিখ্যাত সৌন্দর্য প্রসাধনী প্রতিষ্ঠান লরিয়াল প্যারিসের শুভেচ্ছাদূত হয়ে প্রতি বছর কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় হাঁটেন সোনম। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। আগামী ১৪ ও ১৫ মে কানের লালগালিচায় দেখা যাবে ‘সাওয়ারিয়া’খ্যাত এই তারকার জৌলুস।

গুঞ্জন শোনা যাচ্ছে- ৭১তম কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় স্বামী আনন্দ আহুজাকে নিয়ে হাঁটবেন সোনম।

বিষয়টিকে মিথ্যা বলে সোনমের এক ঘনিষ্ঠসূত্র জানান, ‘আনন্দ কানের লালগালিচায় হাঁটবেন না। ’

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, মে ০৫, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।