ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সোনমের বিয়েতে নাচবেন তারা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৪ ঘণ্টা, মে ৫, ২০১৮
সোনমের বিয়েতে নাচবেন তারা সোনম কাপুর, অর্জুন কাপুর, কারিনা কাপুর খান, বরুণ ধাওয়ান ও জ্যাকলিন ফার্নান্ডেজ

আগামী ৮ মে প্রেমিক আনন্দ আহুজার সঙ্গে গাঁটছড়া বাঁধছেন অভিনেত্রী সোনম কাপুর। পুরোদমে চলছে বিয়ের প্রস্তুতি। অতিথিদের কাছে পৌঁছে গিয়েছে নিমন্ত্রণ পত্র। বিয়েকে ঘিরে চলছে নানা পরিকল্পনা।

আগামী ৭ মে বিকেল ৪টায় সানটেক, সিগেনচার আইল্যান্ড বিকেসি হলে অনুষ্ঠিত হবে সোনমের মেহেদী অনুষ্ঠান। একই দিন রাতে হবে সংগীত অনুষ্ঠান।

যেখানে নাচে-গানে অতিথিদের মাতিয়ে তুলবেন বলিউড তারকারা।

এরইমধ্যে সোমনের বাড়িতে ভিড় জমাতে শুরু করেছেন বলিউড তারকারা। জানা গেছে- সোনমের বাবা অনিল কাপুর, জ্যাকি শ্রফ, অনুপম খের, চাচাতো ভাই অর্জুন কাপুর, চাচাতো বোন জানভি কাপুর, রণবীর সিং, বরুণ ধাওয়ান, পরিচালক-প্রযোজক করণ জোহর, কারিনা কাপুর খান, জ্যাকলিন ফার্নান্ডেজ কোমর দোলাবেন ‘সাওয়ারিয়া’খ্যাত এই তারকার বিয়েতে।

সোনমের বিয়েতে সংগীতানুষ্ঠানের দায়িত্বে রয়েছেন বলিউডের প্রসিদ্ধ কোরিওগ্রাফার ফারাহ খান।

‘ভীরে ডি ওয়েডিং’ ছবির প্রচারণা নিয়ে ব্যস্ত রয়েছেন সোনম। এটি প্রযোজনা করেছেন তার বোন রিয়া কাপুর। পরিচালনা করেছেন শশাঙ্ক ঘোষ। আগামী ১ জুন মুক্তি পাবে ছবিটি।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, মে ০৫, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।