ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

মেহেদী হাতে হবু স্বামীর পাশে সোনম

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, মে ৬, ২০১৮
মেহেদী হাতে হবু স্বামীর পাশে সোনম মেহেদী হাতে হবু স্বামীর পাশে সোনম

আগামী ৮ মে প্রেমিক আনন্দ আহুজার সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন সোনম কাপুর। কোথায় হবে বিয়ের সকল আনুষ্ঠানিকতা বা বিয়েতে বর-কনে কী পরে হাজির হবেন সবই ঠিক করে ফেলেছেন সোনম-আনন্দ।

সোনম-আনন্দর বিয়ের ই-কার্ডে দেখা গিয়েছিলো, আগামী ৭ মে বিকেল ৪টায় সানটেক, সিগেনচার আইল্যান্ড বিকেসি হলে অনুষ্ঠিত হবে সোনমের মেহেদী অনুষ্ঠান। একই দিন রাতে হবে সংগীত অনুষ্ঠান।

যেখানে নাচে-গানে অতিথিদের মাতিয়ে তুলবেন বলিউড তারকারা।

মজার বিষয় হলো- একদিন আগে অর্থাৎ রোববার (৬ মে) রাতে মেহেদী দিয়ে দুই হাত ও পা দিয়ে হাত সাজিয়ে ফেলেছেন সোনম কাপুর।

এরই মধ্যে অর্ন্তজাল দুনিয়ায় ছড়িয়ে পড়েছে সোনমের মেহদী দেওয়ার মুহূর্তের কয়েকটি স্থিরচিত্র। যেখানে দেখা যাচ্ছে- হবু স্বামী আনন্দ আহুজার পাশে মেহেদী হাতে বসে আছেন ‘সাওয়ারি’খ্যাত এই তারকা।

শুধু সোনম নয়, দু্ই হাত মেহেদী দিয়ে সাজিয়েছেন তার বোন রিয়া কাপুরও।  

বাংলাদেশ সময়: ১০১৩ ঘণ্টা, মে ০৬, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।