ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সৈয়দ আব্দুল হাদীর কণ্ঠে আবারও রবীন্দ্রসংগীত

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২০ ঘণ্টা, মে ৭, ২০১৮
সৈয়দ আব্দুল হাদীর কণ্ঠে আবারও রবীন্দ্রসংগীত সৈয়দ আব্দুল হাদীর

দীর্ঘ বিরতির পর আবারও রবীন্দ্রসংগীত গাইলেন কিংবদন্তি সঙ্গীতশিল্পী সৈয়দ আব্দুল হাদী। রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে ‘আজ ধানের ক্ষেতে রৌদ্রছায়ায়’ গানটি নতুন করে গেয়েছেন তিনি। গানটি নিয়ে তৈরি করা হয়েছে মিউজিক ভিডিও।

রোববার (৬ এপ্রিল) রাতে বাংলাঢোলের ইউটিউব চ্যানেলে এটি প্রকাশ পেয়েছে। মিউজিক ভিডিওটির একটি দৃশ্যনতুন করে গানটির সংগীতায়োজন করেছেন রেজাউল করিম লিমন।

এর ভিডিও তৈরি করেছেন সাদাত হোসাইন। সৈয়দ আব্দুল হাদীর পাশাপাশি ভিডিওতে মডেল হয়েছেন ঋদ্ধিসহ কয়েকজন শিশুশিল্পী।

গানটি নিয়ে সৈয়দ আব্দুল হাদী বলেন, সংগীত জীবনের শুরু থেকেই রবীন্দ্রনাথের গানের সঙ্গে আমার সম্পর্ক। আবার রবীন্দ্রসংগীত গাওয়ার সুযোগ হয়েছে। আশা করছি, দর্শক-শ্রোতার কাছে গান ও ভিডিওটি উপভোগ্য মনে হবে।

২০১১ সালে রবীন্দ্রনাথের নয়টি গান নিয়ে ‘যখন ভাঙলো মিলনমেলা’ শিরোনামে একক অ্যালবাম প্রকাশ করেছিলেন হাদী। দীর্ঘ বিরতির পর আবারও কবিগুরুর গান কণ্ঠে তুলেছেন তিনি।

**‘আজ ধানের ক্ষেতে রৌদ্রছায়ায়’ গানটির মিউজিক ভিডিও

বাংলাদেশ সময়: ১৪১১ ঘণ্টা, মে ০৭, ২০১৮
জেআইএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।