ঢাকা, মঙ্গলবার, ১ মাঘ ১৪৩১, ১৪ জানুয়ারি ২০২৫, ১৩ রজব ১৪৪৬

বিনোদন

দুর্ধর্ষ ডাকাত রণবীর!

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫১ ঘণ্টা, মে ৭, ২০১৮
দুর্ধর্ষ ডাকাত রণবীর! ডাকাতের লুকে রণবীর কাপুর

কয়েকদিন আগে ‘সঞ্জু’র টিজারে সঞ্জয় দত্তের লুকে হাজির হয়ে দর্শক ও ভক্তদের অবাক করেছেন বলিউড তারকা রণবীর কাপুর। পেয়েছেন সবার প্রশংসা। সে রেশ কাটতে না কাটতেই আবারও ভিন্ন লুকে সবাইকে চমকে দিলেন ‘বরফি’ খ্যাত এই অভিনেতা।

সোমবার (৭ মে) প্রযোজনা সংস্থা যশ রাজ ফিল্মস একটি মোশন পোস্টার ভিডিও প্রকাশ করে। এর মাধ্যমে তারা নিজেদের নতুন ছবি ‘শমসেরা’র ঘোষণা দিয়েছে।

আর ভিডিওটিতে দুর্ধর্ষ ডাকাতের রূপে কয়েক সেকেন্ডের জন্য ধরা দিয়েছেন রণবীর কাপুর। এতে রণবীর নিজেকে এতটাই পাল্টেছেন যে, আগে থেকে জানা না থাকলে ভিডিও দেখে রণবীরকে চেনা অনেকটা অসম্ভব।

ভিডিও’র শুরুতেই রণবীরের কণ্ঠে শোনা যায়, ‘করম সে ডাকাত, ধরম সে আজাদ’ ডায়লগও। এটি ছবির ট্যাগ লাইন।

জানা গেছে, করণ মালহোত্রার পরিচালনায় ‘শামসেরা’ ছবিটির শুটিং শুরু হবে ২০১৮ সালের শেষের দিকে। তবে এতে রণবীরের বিপরীতে কে অভিনয় করবেন তা এখনও জানা যায়নি।

**'শমসেরা'র মোশন পোস্টারবাংলাদেশ সময়: ১৬৪৬ ঘণ্টা, মে ৭, ২০১৮
জেআইএম/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।