ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘তুমি আমি জোনাকি’ নিয়ে ইরফান-ফারিয়া

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৪ ঘণ্টা, মে ৭, ২০১৮
‘তুমি আমি জোনাকি’ নিয়ে ইরফান-ফারিয়া ইরফান সাজ্জাদ ও ফারিয়া শাহরিন

নতুন একটি গানের মডেল হয়েছেন অভিনেতা ইরফান সাজ্জাদ ও অভিনেত্রী ফারিয়া শাহরিন। সংগীতশিল্পী শানের কণ্ঠে ‘তুমি আমি জোনাকি’ গানে দেখা যাবে ছোটপর্দার পরিচিত এই দুই মুখ।

গানটি লিখেছেন তানিয়া সুলতানা। আর সুর ও সংগীতে শান।

ভিডিও নির্মাণ করেছেন জীবন শাহাদাৎ। ১৩ মে গানটি ইউটিউবে প্রকাশ করছে লায়নিক মাল্টিমিডিয়া।

এ প্রসঙ্গে শাহাদাৎ বাংলানিউজকে বলেন, এটি মূলত নাটকের গান। ফারিয়া-ইরফানের প্রেমের রসায়নে গানটি দারুণ জমেছে। প্রযোজকের পছন্দে এটি ভিডিও গান আকারে প্রকাশ করা হচ্ছে। আশা করছি দর্শক ঠকবেন না।

নতুন গান প্রসঙ্গে শান বাংলানিউজকে বলেন, একটু ভিন্ন রকম গান করলাম। এই সময়ের শ্রোতারা যেমন গান পছন্দ করেন ঠিক তেমনই।

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, মে ৭, ২০১৮
জেআইএম/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।