ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

চলে গেলেন ঋত্বিকপত্নী

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১২ ঘণ্টা, মে ৮, ২০১৮
চলে গেলেন ঋত্বিকপত্নী সুরমা ঘটক

কিংবদন্তি চলচ্চিত্র পরিচালক ঋত্বিক ঘটকের স্ত্রী সুরমা ঘটক আর নেই। সোমবার (৭ মে) রাত সোয়া ১২টার কলকাতার এম আর বাঙ্গুল হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সুরমা দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯৩ বছর।

তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

ঘটক পারিবারিক বন্ধু সুব্রত সরকার বলেন, সুরমা ঘটক দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।

যার কারণে ১১ দিন ধরে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। বেশিরভাগ সময়েই তিনি কৃত্রিমভাবে শ্বাস-প্রশ্বাস নিতেন।

কেওড়াতলা শ্মশানে মঙ্গলবার সকালে সুরমার শেষকৃত্য অনুষ্ঠিত হয়। ঋত্বিক-সুরমার ঘরে ছিলো তিন ছেলে মেয়ে। তাদের মধ্যে বছরখানেক আগে মৃত্যু হয় কন্যা সংহিতা ঘটকের। দীর্ঘদিন ধরে মানসিক রোগে আক্রান্ত পুত্র ঋত্ববান। তাকে রেখেই চলে গেলেন ঋত্বিকপত্মী।

সুরমা পেশায় ছিলেন একজন স্কুল শিক্ষিকা। ঋত্বিকের সংগ্রামী জীবনের একজন নিঃস্বার্থ সঙ্গিনী ছিলেন তিনি। ঋত্বিকের নির্মাতা হয়ে উঠার পেছনে সুরমার অসামান্য অবদান ছিলো।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, মে ৮, ২০১৮
জেআইএম/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।