ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

‘ক্যাপ্টেন খান’ ছবিতে আশীষ বিদ্যার্থী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, মে ৮, ২০১৮
‘ক্যাপ্টেন খান’ ছবিতে আশীষ বিদ্যার্থী আশীষ বিদ্যার্থী

বাংলাদেশি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন বলিউডের শক্তিমান অভিনেতা আশীষ বিদ্যার্থী। ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘ক্যাপ্টেন খান’ ছবিতে অভিনয় করতে যাচ্ছেন তিনি।

নতুন ছবিটির শুটিংয়ে অংশ নিতে আগামী ২০ মে ঢাকায় আসছেন ৫৫ বছর বয়সী এই তারকা।

মঙ্গলবার (৮ মে) রাতে ওয়াজেদ আলী সুমন বাংলানিউজকে বলেন, “গত সপ্তাহে আশীষ বিদ্যার্থী ‘ক্যাপ্টেন খান’-এ অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন।

ঢাকায় ৫ থেকে ৬ মে শুটিংয়ে অংশ নেবেন তিনি। ছবিটিতে খলচরিত্রে দেখা যাবে তাকে। ”

আশীষ বিদ্যার্থী ছাড়াও ছবিটিতে খলচরিত্রে আরও অভিনয় করছেন মিশা সওদাগর, ডন, অমিত হাসান ও শিবা সানু।

আগামী ১৩ মে থেকে ঢাকায় ‘ক্যাপ্টেন খান’ ছবির শেষ লটের শুটিং শুরু হবে। চলবে টানা ৫ জুন পর্যন্ত। বেশ কয়েকটি গানের শুটিং হবে ব্যাংককে। এতে শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন শবনম বুবলী। ছবিটির গল্প লিখেছেন কলকাতার পেলে ভট্টাচার্য।

গত ২১ মার্চ এফডিসির ৯ নং ফ্লোরে ‘ক্যাপ্টেন খান’র মহরত অনুষ্ঠিত হয়। এই ছবির মধ্য দিয়ে দ্বন্দ্ব ভুলে আবারও একই ছবিতে অভিনয় করছেন শাকিব খান ও মিশা সওদাগর।

২০১৫ সালে ওয়াজেদ আলী সুমনের ‘অঙ্গার’ ছবির শুটিংয়ে ঢাকায় এসেছিলেন বলিউড-তামিল-তেলেগু-কলকাতার ছবির দাপুটে অভিনেতা আশীষ বিদ্যার্থী। এছাড়াও যৌথ প্রযোজনার ‘অগ্নি ২’, ‘রক্ত’, ‘ব্ল্যাক’সহ বেশ কয়েকটি ছবিতে অভিনয় করেছেন তিনি।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, মে ৮, ২০১৮
জেআইএম/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।