ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

বিশ্ব মা দিবসে ‘আমার মা, আমার পৃথিবী’

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৭ ঘণ্টা, মে ১১, ২০১৮
বিশ্ব মা দিবসে ‘আমার মা, আমার পৃথিবী’ শর্মিলী আহমেদ এবং সন্তানের সঙ্গে রিচি সোলায়মান, বাঁধন, ফারজানা চুমকি এবং দীপা খন্দকার

আগামী ১৩ মে বিশ্ব মা দিবস। দিবসটি উপলক্ষে নির্মিত হয়েছে বিশেষ অনুষ্ঠান ‘আমার মা, আমার পৃথিবী’।

শর্মিলী আহমেদের উপস্থাপনায় এক অনুষ্ঠানে অংশ নিয়েছেন রিচি সোলায়মান ও তার ছেলে প্রথম, বাঁধন ও মেয়ে সায়েরা, ফারজানা চুমকি ও ছেলে ফারশাদ এবং দীপা খন্দকার ও ছেলে আদ্রিক।

অনুষ্ঠানটিতে মা ও তাদের সন্তানদের বিভিন্ন পারফরমেন্স দর্শক দেখতে পাবেন।

এছাড়া  ব্যস্ততার মধ্যেও সন্তানদের কিভাবে সময় দেন তা নিয়েও আলোচনা করেছেন তারকা মা’রা।

অনুষ্ঠানটি গ্রন্থনা ও প্রযোজনা করেছেন দীপু হাজরা। আগামী রোববার (১৩ মে) দুপুর ১২টায় একুশে টেলিভিশনে অনুষ্ঠানটি প্রচার করা হবে।

বাংলাদেশ সময়: ১৬২৭ ঘণ্টা, মে ১১, ২০১৮
জেআইএম/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।