ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

ঈদে আসছে রিমার ‘লোভ’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪১ ঘণ্টা, মে ১১, ২০১৮
ঈদে আসছে রিমার ‘লোভ’ সাবিনা রিমা

দুই ভাই ও তাদের সহধর্মিণীদের নানা ঘটনা নিয়ে নির্মিত হয়েছে টেলিছবি ‘লোভ’। এতে প্রথমবারের মতো জুটি বেঁধে অভিনয় করেছেন ছোটপর্দার অভিনেতা এফএস নাঈম ও মডেল-অভিনেত্রী সাবিনা রিমা।

টেলিছবিটি নিয়ে রিমা বাংলানিউজকে বলেন, এই কাজটিতে আমি ভিন্ন রকম চরিত্রে অভিনয় করার সুযোগ পেয়েছি। গল্পের প্রয়োজনে আমাকে নোয়াখালী ও ঢাকার আঞ্চলিক ভাষায় ডায়লগ দিতে হয়েছে।

খুব মজার অভিজ্ঞতা ছিলো। এফ এস নাঈম ও সাবিনা রিমা

‘লোভ’র রচনা ও পরিচালনা করেছেন সহিদ উন নবী। এতে আরও অভিনয় করেছেন মারজুক রাসেল, শিল্পী সরকার অপু, সান্ত্বনা ও পনির।

সম্প্রতি মেঘবাড়ি রিসোর্টে ‘লোভ’র শুটিং সম্পন্ন হয়েছে। আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে টেলিছবিটি চ্যানেল আইতে সম্প্রচারিত হবে।

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, মে ১১, ২০১৮
জেআইএম/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।