ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

সাবেক প্রেমিকের বিয়ের দিন কি করলেন মিমি?

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬২৬ ঘণ্টা, মে ১৩, ২০১৮
সাবেক প্রেমিকের বিয়ের দিন কি করলেন মিমি? রাজ চক্রবর্তী, শুভশ্রী গাঙ্গুলি ও মিমি চক্রবর্তী

বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছেন ওপার বাঙলার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি ও পরিচালক রাজ চক্রবর্তী। শুক্রবার (১১ মে) দক্ষিণ চব্বিশ পরগণার বাওয়ালি রাজবাড়িতে হিন্দু রীতিতে সম্পন্ন হয়েছে তাদের বিয়ের সকল আনুষ্ঠানিকতা।

শুভশ্রীর আগে টলিউডের আরেক অভিনেত্রী মিমি চক্রবর্তীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিলো রাজের। কিন্তু খুব বেশিদিন টেকেনি সেটি।

এদিকে, অনেকেই ধারণা করেছিলো সাবেক প্রেমিকের বিয়েতে হয়তো অতিথি হয়ে এসে সবাইকে চমকে দেবেন মিমি। কিন্তু সকলের আশায় পানি ঢেলে দিয়েছেন নায়িকা নিজেই। রাজ-শুভশ্রীর বিয়ের দিন বাড়িতে বসে বই পড়েছেন মিমি।

শুক্রবার (১১ মে) ইনস্টাগ্রামে একটি স্থিরচিত্র শেয়ার করেছেন মিমি। যেখানে দেখা যাচ্ছে- বাড়ির বারান্দায় বসে বই পড়ছেন মিমি। তার সামনে রয়েছে চা এবং পানির একটি বোতল।

মিমি ছবিটি শেয়ার করার পর থেকে শুরু হয়েছে নতুন গুঞ্জন। রাজকে ভুলতেই নাকি নিজের সঙ্গে সময় কাটাচ্ছেন মিমি। আবার কেউ লিখেছেন, মিমির জীবন থেকে রাজ অধ্যায় মুছে গিয়েছে। তাই পুরানো ঘটনা তিনি আর মনে রাখতে চান না।

বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, মে ১৩, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।