ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

মা দিবসে বলিউড তারকাদের টুইট

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০২ ঘণ্টা, মে ১৩, ২০১৮
মা দিবসে বলিউড তারকাদের টুইট ছবি: সংগৃহীত

সন্তান যতো বড়ই হোক, যতোই খ্যাতি অর্জন করুক মায়ের কাছে সে সবসময়ই ছোট। সন্তান সুস্থ থাকলেও মায়ের চোখে সে সবসময় রোগাটে। সন্তানের জন্য নিজের সবকিছু ত্যাগ করে নিজেকে নিঃশেষ করতে পারে একমাত্র মা-ই।

আজ মা দিবস। যদিও সন্তানের জন্য প্রতিটি দিনই মা দিবস।

তবুও ‘মা’ শব্দটিকে বিশেষভাবে সম্মানিত করতে একটি দিন শুধুই মায়ের জন্য বরাদ্দ।

এদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোও আজ শুধু মা-ময়। অভিনেতা-অভিনেত্রীরাও তাদের মায়ের ছবি ফেসবুক, টুইটার, ইন্সটাগ্রামে পোস্ট করেছেন।

ছেলে অমিতাভ বচ্চনের কপালে তিলক পরিয়ে দিচ্ছেন তেজী বচ্চনবলিউড মেগাস্টার অমিতাভ বচ্চন লিখেছেন, “মায়ের মতো কোনো ছায়া নেই, মায়ের মতো কোনো সমর্থন নেই, মায়ের মতো কোনো অভিভাবক নেই এবং মায়ের মতো কোনো ভালোবাসা নেই। মা দিবসে সকল মায়েদের আমার শ্রদ্ধা জানাই। ”

মা আশা হুদার সঙ্গে রণদীপ হুদাঅভিনেতা রণদীপ হুদা মায়ের সঙ্গে তোলা একটি স্থিরচিত্র শেয়ার করে লিখেছেন, ‘মায়ের হাসির সঙ্গে কোন কিছুর তুলনা হয় না। আজকের দিনটি শুধুই মায়ের জন্য। ’

নাতনি ইনায়ার সঙ্গে শর্মিলা ঠাকুরসোহা আলি খান তার মা শর্মিলা ঠাকুর ও মেয়ে ইনায়ার একসঙ্গে তোলা একটি ছবি শেয়ার করেছেন। এর ক্যাপশনে সোহা লিখেছেন, “এক মা থেকে অন্য মা। শুভ মা দিবস”

মায়ের কোলে তাপসী পান্নুঅভিনেত্রী তাপসী পান্নু টুইটারে মায়ের ছবি শেয়ার করেছেন।

ইয়ামি গৌতম মা ও বোনদের সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করে লিখেছেন, ‘শুভ মা দিবস আমার পৃথিবী। আমার সুন্দরী মা। ’

মা পুণম সিনহার সঙ্গে সোনাক্ষী সিনহাসোনাক্ষী সিনহা লিখেছেন, “শুভ মা দিবস আমার প্রথম রোল মডেল, আমার প্রথম ভালোবাসা, আমার প্রথম বন্ধু। ”

রাভিনা ট্যান্ডন টুইটারে মায়ের ছবি শেয়ার করে লিখেছেন, ‘আজকের দিনটি আমার জন্য সত্যি বিশেষ। শুভ জন্মদিন ও শুভ মা দিবস মা। পৃথিবীর সকল মায়ের জন্য আমার ভালোবাসা রইলো। ’

মা গীতা শ্যাননের পিঠে চড়ে আছেন কৃতি শ্যাননকৃতি শ্যানন লিখেছেন, ‘আমার আটার বস্তা তোমাকে খুব মিস করছি। শুভ মা দিবস। তোমাকে অনেক অনেক ভালোবাসি মা। ’

সুস্মিতা সেন টুইটারে মায়ের ছবি দিয়ে লিখেছেন, ‘আমাদের সব আছে তবু সবসময় মাকে পাশে চাই। তোমার গর্ভ থেকে জন্ম নিতে পেরে আমি সত্যি ধন্য। ’

মা করুণা ধাওয়ানের সঙ্গে বরুণ ধাওয়ানবরুণ ধাওয়ান লিখেছেন, ‘মা দিবসে আমার মায়ের সঙ্গে তোলা সুন্দর একটি ছবি শেয়ার করলাম। ’

বাংলাদেশ সময়: ১২৫০ ঘণ্টা, মে ১৩, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।