ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

৭১তম কান চলচ্চিত্র উৎসব

রাজকন্যা ঐশ্বরিয়া

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৩ ঘণ্টা, মে ১৪, ২০১৮
রাজকন্যা ঐশ্বরিয়া ৭১তম কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় ঐশ্বরিয়া রাই বচ্চন

লালগালিচায় আরও একবার রূপের জাদু ছড়িয়ে দিলেন ঐশ্বরিয়া রাই বচ্চন। রোববার (১৩ মে) ৭১তম কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় হেঁটেছেন বলিউডের এই অভিনেত্রী। আর সেখানেই রাজকন্যা হয়ে হাজির হয়েছিলেন ‘দেবদাস’খ্যাত এই তারকা।

৭১তম কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় ঐশ্বরিয়া রাই বচ্চনরামি খাদিতে হাতের কারুকাজ করা কাঁধ খোলা গাউন পরে কানের লালগালিচায় হাজির হন অ্যাশ। পোশাকটি ডিজাইন করেছেন আস্থা শর্মা।

৭১তম কান চলচ্চিত্র উৎসবের লালগালিচায় ঐশ্বরিয়া রাই বচ্চনএর আগে, শনিবার (১২ মে) মাইকেল সিঙ্কো ব্র্যান্ডের বেগুনি রঙা গাউন পরে লালগালিচায় হাঁটেন সাবেক বিশ্বসুন্দরী।

ঐশ্বরিয়া রাই বচ্চনএ নিয়ে ১৭ বার কানে দেখা গেলো তাকে। সৌন্দর্য প্রসাধনী পণ্য লরিয়াল প্যারিসের শুভেচ্ছাদূত হয়ে এসেছেন তিনি।

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, মে ১৪, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।