ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

রাজ-শুভশ্রীর রিসেপশনে তারার মেলা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৯ ঘণ্টা, মে ১৪, ২০১৮
রাজ-শুভশ্রীর রিসেপশনে তারার মেলা শুভশ্রীর হাতে আংটি পরিয়ে দিচ্ছেন শ্রাবন্তী, পাশে দাড়িয়ে রাজ

বিয়েতে টলিউডের তেমন কোনো তারকার দেখা পাননি রাজ-শুভশ্রী। তবে তাদের রিসেপশন পরিণত হয়েছিলো এক খণ্ড তারার হাটে।

রোববার (১৩ মে) রাতে কলকাতার আরবান কমপ্লেক্সে হয়েছে রাজ-শুভশ্রীর বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠান। যেখানে নব-দম্পতিকে শুভ কামনা জানাতে এসেছিলেন টলিউডের নামি-দামি তারকারা।

স্বামী নিয়ে রাজ-শুভশ্রীর রিসেপশনে হাজির ঋতুপর্ণা সেনগুপ্তজমকালো রিসেপশনে উপস্থিত ছিলেন- অভিনেতা প্রসেনজিৎ, জিৎ, রুন্দ্রনীল, বনি, অঙ্কুশ, শাশ্বত, অভিনেত্রী ঋতুপর্ণা, রচনা, শ্রাবন্তী, কোয়েল, কৌশানি, নুসরাত, সায়ন্তিকা, তনুশ্রী, পরিচালক অরিন্দম শীল, বাবা যাদবসহ অনেকে। রাজ-শুভশ্রীর আমন্ত্রণে সাড়া দেন মন্ত্রী, রাজনীতিবিদ ও ধনাঢ্য ব্যবসায়ীরা। প্রেমিকা ঐন্দ্রিলাকে নিয়ে এসেছিলেন অঙ্কুশ রিসেপশনে হালকা চকোলেট রঙের লেহেঙ্গা পরেছিলেন শুভশ্রী। রাজের পরনে ছিলো কালো শেরওয়ানি। রাজ-শুভশ্রীর কাঁধে হাত রেখেছেন প্রসেনজিৎদক্ষিণ চব্বিশ পরগণার বাওয়ালি রাজবাড়িতে জাঁকজমক আয়োজনের মধ্য দিয়ে গত ১১ মে রাতে গাঁটছড়া বাঁধেন রাজ চক্রবর্তী ও শুভশ্রী গাঙ্গুলী। রিসেপশনে রচনা ব্যানার্জী

এক ঝলকে দেখে নেওয়া যাক তাদের রিসেপশনে কিছু ছবিএসেছিলেন জিৎও

অভিনেতা রুদ্রনীলের সঙ্গে রাজ-শুভশ্রী

রাজ ও শুভশ্রীবাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, মে ১৪, ২০১৮
জেআইএম/বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।