ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

এবার রোনালদোর সঙ্গে দেখা করলেন আয়ুষ্মান

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৮ ঘণ্টা, মে ১৭, ২০১৮
এবার রোনালদোর সঙ্গে দেখা করলেন আয়ুষ্মান আয়ুষ্মান খুরানা ও ক্রিশ্চিয়ানো রোনালদো

অর্জুন কাপুরের পর এবার ক্রিশ্চিয়ানো রোনালদোর সঙ্গে দেখা করলেন বলিউডের আরেক অভিনেতা আয়ুষ্মান খুরানা।

বুধবার (১৬ মে) ফেসবুকে রোনালেদোর সঙ্গে তোলা একটি সেলফি শেয়ার করে বিষয়টি নিশ্চিত করেছেন আয়ুষ্মান। ছবিটির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘যে ছবিটির জন্য অপেক্ষায় ছিলেন সবাই।

বিশ্বের সেরা ফুটবল তারকার সঙ্গে দেখা করার অভিজ্ঞতা সত্যি দারুণ। ’

অর্জুন কাপুর ও ক্রিশ্চিয়ানো রোনালদোএর আগে রোনালদোর সঙ্গে সেলফি তুলে ফেসবুকে শেয়ার করেছিলেন অভিনেতা অর্জুন কাপুর।

মজার বিষয় হলো- অর্জুনের মতো আয়ুষ্মানও রোনালদোর জন্য ভারত থেকে উপহার নিয়ে গিয়েছিলেন।

আয়ুষ্মান খুরানাআমেরিকান টুরিস্টার ব্র্যান্ডের শুভেচ্ছাদূত ক্রিশ্চিয়ানো রোনলদো। আর সেই ব্র্যান্ডের আমন্ত্রণেই এই পর্তুগিজ তারকার সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছেন অর্জুন-আয়ুষ্মান।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, মে ১৭, ২০১৮
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।