ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

বিনোদন

রূপের জ্যোতি ছড়ালেন প্রিয়াঙ্কা

বিনোদন ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৪ ঘণ্টা, মে ২০, ২০১৮
রূপের জ্যোতি ছড়ালেন প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা চোপড়া

মেগান মার্কেলের আমন্ত্রণে বলিউডের একমাত্র তারকা হিসেবে রাজকীয় বিয়ের অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া।

শনিবার (১৯ মে) প্রিন্স হ্যারি ও মেগান মার্কেলের বিয়েতে ব্রিটিশ রাজপরিবারের এই অনুষ্ঠানে ৩৫ বছর বয়সী এই অভিনেত্রীর 'ভিভিয়েন্নে ওয়েস্টুড স্কার্ট স্যুট' সকলকে স্নিগ্ধ করে।

একই দিনে প্রিন্স হ্যারির বাবা প্রিন্স চার্লেসের হ্যারি-মার্কেলের রিসেপশনের আয়োজন করেন।

বিয়েতে বিশ্বের নামীদামী ৬০০ ব্যক্তি আমন্ত্রণ পেলেও রিসেপশনের নৈশভোজে আমন্ত্রিত হন মাত্র ২০০ জন। তাদের দলেও ছিলেন প্রিয়াঙ্কা।

ক্রিস্টিয়ান ডিওরর ডিজাইন করা শোভিত গাউন গায়ে রানির মতো সেজে ফ্রগমোর হাউসে আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন ‘ফ্যাশন’ খ্যাত এ অভিনেত্রী। রাজ পরিবারের বিয়েতে রূপের জ্যোতি ছড়িয়েছেন তিনি।

প্রিয়াঙ্কার সঙ্গে বিয়েতে পশ্চিমা অনেক তারকা অংশ নেন। ছিলেন কিংবদন্তি গায়ক এলটন জন ও টেনিস প্লেয়ার সেরেনা উইলিয়ামস।

মূলত মেগান মার্কেলের বন্ধু হওয়াতেই এই বিয়েতে আমন্ত্রণ পেয়েছেন প্রিয়াঙ্কা। ৩-৪ বছর আগে একটি টিভি অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের পরিচয়। এরপর দু’জনের মধ্যে ভালো সম্পর্ক গড়ে ওঠে। মেগান ও প্রিয়াঙ্কা একসঙ্গে ‘কোয়ান্টিকো’র প্রথম মৌসুমে কাজ করেছিলেন।

বাংলাদেশ সময়: ২০১৬ ঘণ্টা, মে ২০, ২০১৮
জেআইএম/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।